বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ মে ২০২৫, ১৬:০৯

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীর সেনবাগে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম নামে (৬৫) এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে।।

বুধবার (৭ মে ২০২৫) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কেশারপাড় দক্ষিণ পাড়া ক্লাবঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম একই ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, কাশেমের তিন মেয়ে, সবাই বিবাহিত, কোনো ছেলে নেই। তিনি স্ত্রী নিয়ে একা বসবাস করতেন। এ কারণে প্রতিবেশী সোলেমান, মোল্লা বাড়ির হানিফ ও তার ভাইয়েরা কাশেমের সাথে গায়ের জোর দেখিয়ে চলতো। মঙ্গলবার বিকেলের দিকে কাশেমের বাড়ির আম গাছের ডাল তার সীমানার বাইরে গেছে বলে জানায় হানিফ। ওই সময় গাছের ডালকাটা নিয়ে কাশেমের সাথে হানিফের কথা কাটাকাটি হয়। বুধবার সকাল পৌনে ৬টার দিকে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হয় কাশেম। তখন ডাল কাটা নিয়ে বিরোধের জের ধরে হানিফসহ তার ভাই মিঠু, হোরণ ও টিটু কাশেমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়। এক পর্যায়ে তার কান দিয়ে রক্ত বের হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। সকাল বেলা মারধর করেছে তাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোসণা করেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়