প্রকাশ : ০৭ মে ২০২৫, ২০:৪৭
হাইমচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

হাইমচর উপজেলার মহজমপুর গ্রামে বুধবার (৭ মে ২০২৫) সকালে পুকুরের পানিতে ডুবে মো. মাহমুদুল হাসান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাহমুদুল ওই গ্রামের মো. ইসমাইল হোসেন খানের একমাত্র পুত্র সন্তান।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মাহমুদুল বাড়ির পাশে কোতোয়াল মোড় সংলগ্ন খান বাড়ির পুকুরের পাড়ে খেলা করছিলো। এক পর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশুটির মা মাহমুদুলকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে এলাকার লোকজন সহ হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শোকার্ত পিতা ইসমাইল খান জানান, তিনি কাজের জন্যে বাইরে ছিলেন। হঠাৎ ছেলের দুর্ঘটনার খবর শুনে দ্রুত বাড়ি ফিরে যান এবং তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, তার আদরের একমাত্র ছেলে আর নেই।
হাইমচর থানার সেকেন্ড অফিসার এসআই সমীর কুমার জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিশুটির বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, তাই এই ঘটনায় কোনো অপমৃত্যুর মামলা দায়ের করা হয়নি। শিশু মাহমুদুলকে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।