প্রকাশ : ০৭ মে ২০২৫, ১৯:১২
মেহের ডিগ্রি কলেজে নূতন পরিচালনা কমিটির প্রথম সভা

শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজে নবনিযুক্ত পরিচালনা কমিটির প্রথম সভা বুধবার (৭ মে ২০২৫) বিকেল ৩টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে কলেজের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্তিকরণ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সকল সদস্য তাঁদের অভিমত তুলে ধরেন এবং শিক্ষাবান্ধব, স্বচ্ছ ও গতিশীল পরিচালনায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরবর্তীতে শিক্ষক মিলনায়তনে পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কলেজের শিক্ষকবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সদস্যরা। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনায়তন মুখরিত হয়ে উঠে শিক্ষার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকারে।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবু ইউসুফ বলেন, মেহের ডিগ্রি কলেজ এ অঞ্চলের এক গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, কলেজ পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি আদর্শ, আধুনিক ও মানবিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হবো।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য মো. আয়েত আলী ভূঁইয়া, সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য যদু চন্দ্র শীল, শাহেদুল হক মজুমদার ও সুফিয়া আক্তার, হিতৈষী সদস্য মো. ইকবাল হোসেন, অভিভাবক প্রতিনিধি গাজী মো. কবির হোসেন, মো. আবুল কাশেম ও মো. জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি ফারুক আহমেদ, মো. আহসান উল্যাহ ও ফারজানা আক্তার।