প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২২:১৩
শাহজাহান সিদ্দিকীর পৈত্রিক সম্পত্তি যুবলীগ নেতা কর্তৃক দখলের পাঁয়তারার অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদীতে এক যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম নওফেল নাফিজ লিপু। তিনি ঢাকা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের এক উপ-কমিটির সদস্য। তার গ্রামের বাড়ি রামদাসীতে।
|আরো খবর
ভুক্তভোগী শাহজাহান সিদ্দিকী বলেন, চাঁদপুর সদরের ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী মৌজায়, এস-২৫৯ খতিয়ানের ৩৪ শতাংশ ৯৭ পয়েন্ট জমি দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের দখলে। খাজনা, খারিজ, কাগজ—সবই ঠিকঠাক।
মৃত সামছুল হক সিদ্দিকীর পাঁচ ছেলের সম্মিলিত মালিকানার এই সম্পত্তির দিকে চোখ পড়ে এক সময়ের প্রভাবশালী যুবলীগ নেতা নওফেল নাফিজ লিপুর।
অভিযোগ উঠেছে, তিনি তার ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক এই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।
দীর্ঘদিন সহ্য করার পর অবশেষে ভুক্তভোগী শাহজাহান সিদ্দিকী গং চাঁদপুরের এডিএম কোর্টে মামলা দায়ের করেন, যার নম্বর ৮৪৪/২৫। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় এসিল্যান্ড ইমরান খানকে।
আদালতের নির্দেশ মোতাবেক বুধবার (১৬ জুলাই ২০২৫) ঘটনাস্থলে যান এসি (ল্যান্ড) ইমরান খান। সরজমিনে তিনি বাদী শাহজাহান সিদ্দিকীর বক্তব্য শুনেন। যদিও অভিযুক্ত নওফেল উপস্থিত ছিলেন না। তবে উভয় পক্ষের কাগজপত্র দেখে বিস্তারিত প্রতিবেদন দেবেন বলে জানান এসি (ল্যান্ড)।