প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২২:৪০
চাঁদপুর পৌরসভার আবারও উচ্ছেদ অভিযান
ভাঙ্গা হলো জেলা কমিউনিটি পুলিশিং অফিস

চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ প্রতাপ সাহা সড়ক সম্প্রসারণ ও নির্মাণ কাজ সম্পন্ন করার স্বার্থে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে চাঁদপুর পৌরসভা। বুধবার (১৬ জুলাই ২০২৫) সকালে চাঁদপুর পৌরসভা ও রেলওয়ে প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ছায়াবাণী রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত কমিউনিটি পুলিশিংয়ের অফিসও ভেঙ্গে ফেলা হয়। প্রতাপ সাহা সড়কের সম্প্রসারণ কাজ বারবার ব্যাহত হওয়ায় এবং শহরের যানজট ও চলাচলে ভোগান্তি কমানোর জন্যই এ অভিযান চালাতে বাধ্য হয়েছে পৌর প্রশাসন-- দাবি উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের।
|আরো খবর
পৌরসভা সূত্রে জানা যায়, প্রতাপ সাহা সড়কের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে নিয়মিত অভিযান চালানো হয়, যাতে ভবিষ্যতে আর কোনো স্থাপনা সড়কের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি না করে।