বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২২:৪০

চাঁদপুর পৌরসভার আবারও উচ্ছেদ অভিযান

ভাঙ্গা হলো জেলা কমিউনিটি পুলিশিং অফিস

বিশেষ প্রতিনিধি।
ভাঙ্গা হলো জেলা কমিউনিটি পুলিশিং অফিস

চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ প্রতাপ সাহা সড়ক সম্প্রসারণ ও নির্মাণ কাজ সম্পন্ন করার স্বার্থে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে চাঁদপুর পৌরসভা। বুধবার (১৬ জুলাই ২০২৫) সকালে চাঁদপুর পৌরসভা ও রেলওয়ে প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ছায়াবাণী রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত কমিউনিটি পুলিশিংয়ের অফিসও ভেঙ্গে ফেলা হয়। প্রতাপ সাহা সড়কের সম্প্রসারণ কাজ বারবার ব্যাহত হওয়ায় এবং শহরের যানজট ও চলাচলে ভোগান্তি কমানোর জন্যই এ অভিযান চালাতে বাধ্য হয়েছে পৌর প্রশাসন-- দাবি উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের।

এর আগে সোমবার (১৫ জুলাই) একই স্থানে রেল লাইনের পাশে গড়ে ওঠা অন্তত ১০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকান ভাড়া বা অস্থায়ীভাবে চালিয়ে আসছিলো কিছু ব্যবসায়ী, যা সড়ক সম্প্রসারণ ও নির্মাণকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলো।

পৌরসভা সূত্রে জানা যায়, প্রতাপ সাহা সড়কের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে নিয়মিত অভিযান চালানো হয়, যাতে ভবিষ্যতে আর কোনো স্থাপনা সড়কের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি না করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়