প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০১:৪৪
শহীদ দিবসে জেলা 'জুলাই মঞ্চে'র আয়োজনে মিলাদ ও দোয়া
গোর-এ-গরিবা মসজিদে দোয়া, তবররুক বিতরণে জনসম্পৃক্ততা

১৬ জুলাই বুধবার ছিলো শহীদ দিবস। এ উপলক্ষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতায় চাঁদপুর জেলা জুলাই মঞ্চের আয়োজনে মিলাদ মাহফিল ও তবররুক বিতরণ করা হয়েছে।
|আরো খবর
চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত গোর-এ-গরিবা মসজিদে বাদ আসর আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জুলাই মঞ্চ কাঠামোর আহ্বায়ক মো. জাকির হোসেন।
এছাড়াও অংশগ্রহণ করেন জুলাই মুখপাত্র সাইফুদ্দিন হিসাম, মুখ্য সমন্বয়ক ওরাফ গাজী, পৌরের আহ্বায়ক, ফরিদগঞ্জ উপজেলার আহ্বায়ক নাজমুস সাকিব, মুখ্য সংগঠক ফরান, জেলা কাঠামোর সৈয়দ সাকিবুল ইসলাম, আশিকুর রহমান, নোমানসহ কাঠামোর অন্য প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠান শেষে বাস স্ট্যান্ড ও ফয়সাল মার্কেট এলাকায় তবররুক বিতরণ করা হয়।
ডিসিকে/এমজেডএইচ