প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২১:৪৪
চাঁদপুর সদরের ৯নং বালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে মতবিনিময়
দেশ ও দলের প্রয়োজনে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে ........আলহাজ্ব মোশারফ হোসাইন

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) বিকেলে স্থানীয় বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
হাজী মোশারফ হোসাইন আরো বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে নতুন সদস্য সংগ্রহ এবং পুরোনোদের সদস্য পদ নবায়ন। বিএনপির প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে হলে প্রতিটি এলাকা থেকে ভালো মানুষদের দলের সদস্য করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল ভেদাভেদ ভুলে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। আপনারা সবাই একসাথে হয়ে দলের জন্যে কাজ করবেন। কোনো অন্যায়কারীদের বিএনপিতে সুযোগ দিবেন না।
তিনি বলেন, রাজনীতি নিয়ে কেউ খেলা করবেন না। জিয়া পরিবার সব থেকে বেশি নির্যাতিত। তাই সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপির বিরুদ্ধে কেউ যেনো প্রপাগান্ডা ছড়াতে না পারে, কোনো অপশক্তি যেনো ফায়দা লুটতে না পারে। বিএনপি জনগণের দল।
তিনি আরো বলেন, বিএনপির জন্যে সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। বিএনপির অর্জনকে ম্লান করার জন্যে পতিত আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক দল নানাভাবে চক্রান্ত করছে। এই চক্রান্তের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এদেশের সাধারণ মানুষ এখনো বিএনপিকে ভালোবাসে। মানুষের ভালোবাসা ধরে রাখতে এবং ভালোবাসা অর্জন করতে আমাদের দলের নির্দেশ পালন করতে হবে।৯নং বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আলহাজ্ব মো. শরীফ আহমেদ খান, সদস্য জিএম মাসুদ রায়হান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মো. ওয়ালিউল্লাহ খান। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী রফিক উল্লাহ মিয়াজী, কাজী হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ফারুকুল ইসলাম বেপারী, কোষাধ্যক্ষ কাজী মাঈনুদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি এজাজ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ, সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব খান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি খালেক বেপারী, মহিলা দলের নেত্রী রুমা আক্তার প্রমুখ।
এছাড়াও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।