বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৭:২৮

দায়িত্বগ্রহণ করবেন নতুন অধ্যক্ষ সুরেশ মজুমদার

শুক্রবার চাঁদপুর অযাচক আশ্রমে গুরুত্বপূর্ণ সভা

বিমল চৌধুরী।।
শুক্রবার চাঁদপুর অযাচক আশ্রমে গুরুত্বপূর্ণ সভা
নিরাকার ব্রহ্মের উপাসক অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের এক গুরুত্বপূর্ণ সভা শুক্রবার (১৮ জুলাই ২০২৫) আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নিয়মিত সাপ্তাহিক প্রার্থনা সভা শেষে সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় সকল উপাসক, উপাসিকাগণসহ আমন্ত্রিত অতিথিবর্গের সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত কুমার দে।
একই সভায় বিশ্ব অখণ্ড সংঘের প্রধান শ্রীশ্রী দাদামনি তপন ব্রহ্মচারীর নির্দেশনা অনুসারে আশ্রম পরিচালনায় নবাগত অধ্যক্ষ সুরেশ চন্দ্র মজুমদারের নিকট আশ্রম কর্তৃপক্ষ দায়িত্বভার অর্পণ করবেন। উক্ত সভায় বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রীশ্রী দাদামনি তপন ব্রহ্মচারী ভার্চুয়াল আশীর্বাদ প্রদান করবেন বলে জানা যায়।
বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাপস কুমার সরকারের সাথে আলাপকালে তিনি চাঁদপুর জেলাবাসীসহ দেশ বিদেশের সকল গুরুভ্রাতা, ভগ্নি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গুরুভ্রাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক প্রচেষ্টায় আমরা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অশেষ কৃপায় তাঁরই পুণ্য জন্মস্থান চাঁদপুরে বিশ্বনন্দিত একটি ধ্যান মন্দির নির্মাণ কাজ দৃশ্যমান করতে পেরেছি। অচিরেই নির্মাণ কাজ সম্পন্ন করতে পারবো বলে আমাদের বিশ্বাস। এই বৃহৎ মন্দির ও তার কর্মযজ্ঞ পরিচালনায় পরমারাধ্য শ্রীশ্রী বাবামনির আদর্শে উজ্জীবিত একজন ভালো মানুষের প্রয়োজন রয়েছে। তারই প্রেক্ষিতে সংঘ প্রধান শ্রীশ্রী দাদামনির নির্দেশনা অনুসারে আমরা গুরুভ্রাতা শ্রী সুরেশ চন্দ্র মহোদয়ের নিকট দায়িত্বভার অর্পণ করবো। দায়িত্বভার অর্পণ ও গুরুত্বপূর্ণ সভায় চাঁদপুর অখণ্ড সংগঠনের ভ্রাতা, ভগ্নি, উপাসক, উপাসিকাগণ ব্যতীতও সারাদেশের অখণ্ড সংঘের প্রায় শতাধিক ডেলিগেট ও চাঁদপুরের গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তাদের সুচিন্তিত মতামত ও সহযোগিতায় আমরা চাঁদপুর অযাচক আশ্রমের কার্যক্রম আরো ব্যাপকভাবে পরিচালনা করতে সক্ষম হবো বলে বিশ্বাস করি। তিনি আশ্রমের প্রয়াত অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশ্রম বিনির্মাণে তাঁর অবদানের কথা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেন।
মহান সাধক অন্ধকারাচ্ছন্ন পথের আলোর দিশারী, বিশ্বের কোটি ভক্ত হৃদয়ের প্রাণের স্পন্দন, অভিক্ষা মন্ত্রের উদগাতা, চরিত্র গঠন আন্দোলনের প্রাণপুরুষ শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুরে অযাচক আশ্রমে নিরাকার ব্রহ্মের উপাসনা হয় বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের কাছেই আশ্রমটি একটি পুণ্য স্থানে পরিণত হয়েছে। বিশ্ব মাঝে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আদর্শ ও জন্মস্থানের ব্যাপকতা তুলে ধরার নিমিত্তে বিশ্বনন্দিত ধ্যান মন্দির নির্মাণের স্বপ্ন দেখেছিলেন আশ্রমের প্রয়াত অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী। তিনি গুরুভ্রাতাদের সহযোগিতায় সেইভাবে কাজও শুরু করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাঁর স্বপ্ন তিনি বাস্তবে দেখে যেতে পারেননি। মরণঘাতী করোনা তাঁকে নিয়ে গেলেন পরপারে। তাঁর হঠাৎ চলে যাওয়ায় গুরুভ্রাতাগণ হতভম্ব হয়ে গেলেও তাঁর স্বপ্ন পূরণে মন্দির নির্মাণে হাল ছাড়েননি। তারা দৃশ্যমান করে তুলেছেন বিশ্ব নন্দিত আন্তর্জাতিক মানের ধ্যান মন্দিরের নির্মাণ কাজ। কিন্তু প্রয়াত অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর অধ্যক্ষের স্থান ফাঁকাই রয়ে গেলো। অবশ্য ইতোমধ্যো ২/১ জন অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। অবশেষে বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রীশ্রী দাদামনির নির্দেশে শুক্রবার এক আনন্দঘন পরিবেশে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করবেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের সম্রান্ত হিন্দু পরিবারের সন্তান সুরেশ চন্দ্র মজুমদার। যিনি তাঁর কর্ম জীবনে নিজেকে চেনার পর থেকেই পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের নীতি আদর্শকে নিজের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। ব্যক্তি জীবনে অবিবাহিত থেকে পালন করেছেন ব্রহ্মচার্য। কাজ করেছেন স্বরূপান্দের অখণ্ড আদর্শ প্রচার ও প্রসারে। তাঁর জীবনের শেষ ইচ্ছে জীবনের বাকি দিনগুলো যেন স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের নীতি, আদর্শ, প্রচার ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন। এই কর্মযোগী সুরেশ চন্দ্র মজুমদার ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষ করে শিক্ষকতা দিয়েই তাঁর কর্মজীবন শুরু করেন। প্রথমে শিক্ষকতা ও পরে অধ্যাপনা পেশায় নিজেকে নিয়োজিত করেন এবং ২০০৯ সালে পেশাগত দায়িত্ব থেকে অবসর নিয়ে অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দের জীবনাদর্শ প্রচার ও প্রসারে সততার সাথে কাজ করতে নিজেকে সম্পৃক্ত করেন।
ফাইল ছবিতে বামে চাঁদপুর অযাচক আশ্রমের নবাগত অধ্যক্ষ সুরেশ চন্দ্র মজুমদার। পাশে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়