প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৮:৫৬
সভাপতি জহির সম্পাদক সোহেল
সন্তোষপুর ইয়াং স্টার ক্লাবের নতুন কমিটি গঠন

উপজেলার ১১নং ইউনিয়নের সামাজিক সংগঠন ‘সন্তোষপুর ইয়াং স্টার ক্লাব'। ২০০৮ সালে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। খেলাধুলা আর মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি নিয়ে সংগঠনটি এগিয়ে যাচ্ছে। প্রতিবছরই নতুন কমিটি গঠনের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কমিটি গঠনকল্পে আলোচনা সভাশেষে আগামী এক বছরের জন্যে জহিরুল ইসলামকে সভাপতি এবং মোস্তফা কামাল সোহেলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সোমবার
|আরো খবর
আলোচনা সভাশেষে অনুষ্ঠানের সভাপতি কামরুল হোসেন ২১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। কমিটি নিম্নরূপ : সভাপতি-জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি-মো. আলমগীর মিয়াজী, সহ-সভাপতি-মো. রাশেদ আলম, আবু সুফিয়ান রাসেল, আজাদ গাজী, সাধারণ সম্পাদক-মোস্তফা কামাল সোহেল, সহ-সাধারণ সম্পাদক- মো. মনির হোসেন, ইমাম হোসেন শাকিল, রাশেদ গাজী, সাংগঠনিক সম্পাদক-মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক-ইমন হাসান মেহেদী, অর্থ সম্পাদক- শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক-রেজাউল করিম রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মানিক হাসান, শিক্ষা ও ছাত্র সম্পাদক-মাহাবুব হোসেন আলিফ, সমাজকল্যাণ সম্পাদক- আনোয়ার হোসেন বাবু, যুব ও ক্রীড়া সম্পাদক- রুবেল মিজি, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক-মাসুদ আলম মিজি, নির্বাহী সদস্য-আবদুল্লাহ আল ফয়সাল, কাউছার হোসেন ও হাসান গাজী।
এছড়া এ অঞ্চলের রেমিট্যান্স যোদ্ধাদের নিয়েও ২১ সদস্য বিশিষ্ট একটি প্রবাস কমিটি গঠন করা হয়। সে কমিটির সভাপতি দুবাই প্রবাসী এমএ হোসেন ও সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী মাহামুদুল হাসান শরীফ। সেই সাথে ১২ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়।