বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৫:৩৪

বলাখালে অতিরিক্ত টোল আদায়ে নৌযান মালিক-শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
বলাখালে অতিরিক্ত টোল আদায়ে নৌযান মালিক-শ্রমিকদের বিক্ষোভ

হাজীগঞ্জ উপজেলার বলাখালে ডাকাতিয়া নদীতে বোট মহাল ইজারায় অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে ডাকাতিয়া নদীতে এই কর্মসূচি পালন করে বাল্কহেড মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বাল্কহেড মালিক শ্রমিকদের দাবি, ডাকাতিয়া নদীতে বাল্কহেড, সিমেন্টের ট্রলার, ইটের ট্রলারসহ বিভিন্ন পণ্যের নৌযান থেকে ৮শ' থেকে ৫ হাজার টাকা পর্যন্ত টোল আদায় করে আসছে ইজারাদার। অতিরিক্ত টাকা না দিলে ট্রলারের সুকানিসহ শ্রমিকদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তারা। এই চাঁদা আদায় ও সন্ত্রাসী হামলা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বাল্কহেড মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে সমিতির কোষাধাক্ষ মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া ও সদস্য মকবুল হোসেন বলেন, হাজীগঞ্জের বলাখাল ব্রিজের নিচে ডাকাতিয়া নদীতে ইজারার নামে ব্যাপক টাকা নেয়া হচ্ছে। অতিরিক্ত টাকা না দিলে মারধর করা হচ্ছে আমাদের বাল্কহেড শ্রমিকদের। সরকার এখানে ইজারা দিয়েছে কিনা আমরা নিশ্চিত নই। সরকার যদি ইজারা দিয়ে থাকে, আমরা সরকারি টাকা দিতে প্রস্তুত। তবে সরকারিভাবে ইজারা কতো টাকা নিতে পারবে তা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেয়া হোক। আমরা সেই মোতাবেক টাকা পরিশোধ করবো। আমাদের ওপর অন্যায়-অত্যাচার বন্ধ করা হোক। বিগত বছর আমরা এখানে ৪শ' টাকা টোল পরিশোধ করেছি। কিন্তু বর্তমানে আমাদের কাছ থেকে সর্বনিম্ন ৮শ' থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে এখানে। অতিরিক্ত টাকা আমরা কীভাবে পরিশোধ করবো?

বাল্কহেড মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ বলেন, হাজীগঞ্জের বলাখালে ডাকাতিয়া নদীতে ইজারার টোল আদায়ের নামে চাঁদাবাজি করে আসছে একটি পক্ষ। আমরা সেই চাঁদাবাজি বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করছি। আমরা এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি।

জেলা প্রশাসন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জের বলাখালে ডাকাতিয়া নদীতে বোট মহাল ইজারা দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ইয়াসির আরাফাত অনিক নামে এক ব্যক্তি ৫৮ লাখ টাকা ব্যয়ে নিয়েছেন এই ইজারা। প্রকারভেদে সর্বোচ্চ ৮শ' টাকা বাল্কহেড প্রতি সংগ্রহ করার নির্দেশনা রয়েছে তার।

অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ বিষয়ে ইজারাদার ইয়াসির আরাফাত অনিক বলেন , আমরা কোনো অতিরিক্ত টাকা নিচ্ছি না নৌযান মালিক-শ্রমিকদের কাছ থেকে। আমরা আমাদের নির্ধারিত টোল আদায় করছি। এছাড়া হামলার বিষয়ে বা অতিরিক্ত টাকার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো মালিক পক্ষ বা শ্রমিক অভিযোগ নিয়ে আসেন নি। বিষয়টি একেবারে ভিত্তিহীন। আমরা যে ইজারার টাকা নিচ্ছি, সেটা নির্ধারণ করেছে প্রশাসন ২০১৮ সালে। বর্তমানে বাজার মূল্যে সবকিছু বৃদ্ধি পেয়েছে। তাই আমরা ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে ইজারার টাকা তথা টোল বৃদ্ধির প্রস্তাব দিয়েছি।

ইজারা বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বোট মহালের যে ইজারাদার, সে আমাদের নির্ধারিত টোলের বাইরে কোনো টাকা আদায় করতে পারবে না। নিয়ম আছে, টোল আদায়ের রেট প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখা। আমরা শুনেছি, ইজারাদার অতিরিক্ত টাকা আদায় করছে। সে যদি অতিরিক্ত টাকা আদায় করে থাকে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। টোলের নির্ধারিত টাকা আদায়ের রেট প্রকাশ্যে রাখার ব্যবস্থা গ্রহণ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়