শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

আমি একজন ভালো ক্রিকেটার হতে চাই : সাফি
অনলাইন ডেস্ক

আবরার রশিদ সাফি পড়াশোনা করছে চাঁদপুর শহরের ড্যাফোডিল স্কুলের ষষ্ঠ শ্রেণীতে। তার বাবা অ্যাডঃ হারুনুর রশিদ ও মা অ্যাডঃ শিরিন আসমা সুলতানা প্রাকটিস করছেন চাঁদপুর জেলা জজ আদালতে। তারই বড় ভাই তাকি একজন ভালো বাস্কেটবল খেলোয়াড়।

ক্রীড়া কণ্ঠের এ প্রতিবেদকের সাথে আলাপকালে সে জানায়, আমার বাবা ও মায়ের অনুপ্রেরণায় আমি এই একাডেমিতে ভর্তি হয়েছি। আমি ভর্তি হওয়ার পর এসে দেখি, আমার অনেক বন্ধুই একাডেমিতে অনুশীলনে রয়েছেন। আমরা স্কুল পড়ুয়া অনেক বন্ধু এখন অ্যাকাডেমির আঁতুড়ঘরের কোচ রাজনের তত্ত্বাবধানে রয়েছি।

আমাদের একাডেমির শামীম স্যার আমাদের অনুশীলনে এসে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেন। ক্রিকেট খেলার ব্যাপারে একাডেমির সকল কোচ আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমি এখন নিয়মিত অনুশীলন করতে আসি। এই একাডেমি থেকে অনেক ক্রিকেটার সৃষ্টি হয়েছে, আমি একজন ভালো ক্রিকেটার হতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়