মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৬

চাঁদপুর শহরে পাবলিক টয়লেট : স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার দাবিতে নাগরিক প্রতিনিধিদের গোলটেবিল আলোচনা

আমাদের অনেক পাবলিক টয়লেট করার চিন্তা আছে

----পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া

স্টাফ রিপোর্টার।।
আমাদের অনেক পাবলিক টয়লেট করার চিন্তা আছে
ম্যাফ আয়োজিত 'চাঁদপুর শহরে পাবলিক টয়লেট : স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার দাবিতে গোলটেবিল আলোচনা'য় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ম্যাফ-এর আয়োজনে 'চাঁদপুর শহরে পাবলিক টয়লেট : স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার দাবিতে নাগরিক প্রতিনিধিদের গোলটেবিল আলোচনা' অনুষ্ঠিত হয়। চাঁদপুরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভুক্তভোগী, শ্রমজীবী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) চাঁদপুরের মাধ্যমে পৌরসভার প্রশাসকের কাছে চাঁদপুরকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মর্যাদাপূর্ণ শহরে রূপান্তরের আহ্বান জানানো হয়।

বৈঠকে চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকা টাউন হল, শপথ চত্বর, বাস স্ট্যান্ড, ওয়্যারলেস ও লঞ্চঘাট–এই ৫টি স্থানে নতুন করে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট ও ওয়াশ ব্লক নির্মাণের দাবি জানানো হয়। এছাড়া নারীদের জন্যে পৃথক ও নিরাপদ টয়লেট, টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিতকরণ, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ড্রেনেজ সিস্টেম স্থাপনের দাবিও উত্থাপন করা হয়।

এফসিডিও-এর অর্থায়নে বি-স্পেস প্রকল্পের আওতায় বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদ– এই চার দলের সমন্বয়ে গঠিত মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম, চাঁদপুরের উদ্যোগে এ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক, স্থানীয় সরকার উপ-পরিচালক ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া (উপ-সচিব)। স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ঢাকা অফিসের প্রোগ্রাম ম্যানেজার আশরূপা হক চৌধুরী।

আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি জসীমউদ্দীন খান বাবুল, জামায়াতে ইসলামী বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম, গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল হাসান, চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, এনসিপি’র জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার ও জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন।

এছাড়া রাজনৈতিক দলের অন্য নেতৃবৃন্দ, তরুণ সংগঠক ও নারী সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লা অফিসের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার। মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম, চাঁদপুরের সভাপতি মনির চৌধুরীর সভাপতিত্বে এবং নাহিদা সুলতানা সেতু (বিএনপি), সাইফুর রহমান ঢালী (এনসিপি) ও সামিউল প্রধান (গণঅধিকার পরিষদ)-এর যৌথ সঞ্চালনায় গোলটেবিল আলোচনার শুরুতে ম্যাফ চাঁদপুরের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হযরত আলী ঢালী। আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফারজানা রোজি।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, যে কোনো প্রশাসক চাইলেই একদিনে কোনো সমস্যার সমাধান করতে পারবে না। এর জন্যে সময়ের প্রয়োজন। যারা বাসার বাইরে বাজার করতে আসেন বা অন্য যে কোনো কাজে আসেন তাদের জন্যে টয়লেটের সমস্যাটি একটি বড়ো সমস্যা। আমাদের অনেক পাবলিক টয়লেট করার চিন্তা আছে। কিন্তু জায়গার কিছুটা সমস্যা রয়েছে। মন্ত্রণালয়ে আমরা ২০টি পাবলিক টয়লেটের জন্যে আবেদন পাঠিয়েছি, এর মধ্যে চাঁদপুর পৌরসভা পাবে ৬টি, বাকিগুলো পাবে অন্য পৌরসভা। আমাদের একটি বড়ো সমস্যা হচ্ছে আমরা টয়লেট ব্যবহারে সচেতন নই। আশা করি আগামী এক বছরের মধ্যে আরো কিছু টয়লেট হবে। শুষ্ক মৌসুমে রাস্তাগুলোর উন্নয়ন কাজ করা হবে।

অপরদিকে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, চাঁদপুর শান্তির শহর। এখানে সামাজিক বন্ধনে সবাই আবদ্ধ। রাজনৈতিকভাবে যে যেই দলেই থাকুক না কেন, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি আছে এবং তা বজায় রাখা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়