প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৩
একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ভালো রেজাল্ট নয়, নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরি করাই আল আমিন একাডেমীর লক্ষ্য

চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় একাডেমীর প্রধান ক্যাম্পাস এবং ছাত্রী ক্যাম্পাসে পৃথক ছাত্র-শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান ক্যাম্পাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমীর গভর্নিং বডির সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি, যাতে আল আমিন একাডেমীকে আগের অবস্থানে ফিরিয়ে নেয়া যায়। এ জন্যে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব নিতে হবে। অভিভাবকদের দায়িত্ব আপনার সন্তানকে এখানে ভর্তি করিয়ে শেষ নয়। আপনার সন্তান ক্লাসে ঠিক মত আসে কিনা, সে পরিক্ষায় অংশগ্রহণ করলো কি না, তার রেজাল্ট কেমন হচ্ছে এই দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনাকে সকল খোঁজ-খবর নিতে হবে। আমরা শিক্ষার্থীদের ভালো রেজাল্ট চাই না, আল আমিন একাডেমী থেকে শিক্ষার্থীরা ভালো মানুষ হোক আমরা সেটা চাই। ভালো মানুষ হলে ভালো রেজাল্টও হয়। এ জন্যে ভালো রেজাল্টের পাশাপাশি নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে একজন শিক্ষার্থী গড়ে উঠতে পারে এটাই আল আমিন একাডেমীর প্রধান টার্গেট। তিনি বলেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিয়মের ভেতরে আসতে হবে। তোমাদেরকে দিনের পড়া দিনে শেষ করতে হবে। শিক্ষকদের কাছ থেকে তোমার অধিকার আদায় করে নিতে হবে।
ছাত্রী ক্যাম্পাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমীর সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ও ছাত্রী শাখার ইনচার্জ ফারজানা আক্তার।
প্রভাষক জয়নাল আবেদিন ও শামছুন নাহারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম মোস্তফা, অধ্যাপক শাহ আলম ও অধ্যাপক মাহবুবুর রহমান। কুরআন তেলাওয়াত করেন মাহমুদুল হাসান, ছাত্রী শাখায় মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জারিন তাসরি।