মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:০১

বিএসটিআই'র মোবাইল কোর্টে দু বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার ৷।
বিএসটিআই'র মোবাইল কোর্টে দু বেকারিসহ  ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড
চাঁদপুর শহরে জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করছে বিএসটিআই, কুমিল্লা টিম।

চাঁদপুর শহরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসন , চাঁদপুর ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা- এর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।

এতে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, ব্রেড, কেক পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, পুরাণ বাজার, চাঁদপুর কে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮'- এর ৪১ ধারা অনুযায়ী দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ঢাকা মহানগর বেকারী, রঘুনাথপুর, সদর, চাঁদপুর নামক প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ব্রেড পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮'-এর ৪১ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং নিউ সোশ্যাল বাজার, চিত্রলেখা মোড়, সদর, চাঁদপুর প্রতিষ্ঠানটিকে চিড়া, ইসুবগুলের ভুসি, ডাল পণ্যের অনুকূলে বিএসটিআই-এর মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কজাত করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮'- এর ৪১ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসন, চাঁদপুর- এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) এবং এসএম শাকিল ইউসুফ, ফিল্ড অফিসার (সি এম উইং)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়