প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৭
ফরিদগঞ্জে নারী প্রতারক চক্রের খপ্পরে গৃহবধূ

ফরিদগঞ্জে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিশ হাজার টাকা উঠিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সাথে সাথে সিঁড়ির মধ্যে তিনজন নারী প্রতারক চক্রের কবলে পড়েছেন প্রবাসীর স্ত্রী। এ সময় প্রতারক চক্র তার ব্যাগ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়ে যায়।
|আরো খবর
রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ইসমাইলের স্ত্রী জান্নাত আক্তারের সাথে এ ঘটনা ঘটে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্রতারক তিন নারী ব্যাংকের ভেতরেই প্রবাসীর স্ত্রীকে অনুসরণ করেন। তারা প্রবাসীর স্ত্রীর টাকা তোলা ও বের হওয়ার বিষয়টি কৌশলে পর্যবেক্ষণ করেন। গৃহবধূ জান্নাত টাকা উঠিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সাথে সাথেই তিন নারী তার গতিরোধ করে। এ সময় প্রবাসীর স্ত্রীর সাথে থাকা শিশু সন্তানকে হাত ধরে নামার সময় প্রতারক চক্রের একজন সামনে থেকে পথ আটকিয়ে জান্নাতকে ব্যস্ত করেন। অপর দুই ছিনতাইকারী কৌশলে জান্নাতের ব্যাগ থেকে মুহূর্তের মধ্যেই টাকা হাতিয়ে নেন।
বিষয়টি নিয়ে সোনালী ব্যাংকের ম্যানেজার আবু বকর পাটওয়ারী জানান, গ্রাহক এসে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি ব্যাংকে জানালে আমরা তাৎক্ষণিক সিসি ক্যামেরার ফুটেজ চেক করি। সেখানে দেখা যায় গ্রাহক টাকা নিয়ে ব্যাংকের বাইরে চলে যান। সিঁড়িতে বোরখা পরা তিনজন নারী আমাদের গ্রাহক জান্নাতের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেন।
এই সকল প্রতারক চক্রকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন প্রতারণার শিকার জান্নাত আক্তার।