শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩

ফরিদগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

ফরিদগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিব (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতের বাড়ি রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ।

জানা গেছে, ১২ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে অভিযুক্ত যুবক হাবিব গত ২২ আগস্ট ২০২৫ শুক্রবার কৌশলে ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি ওই শিক্ষার্থীর মা অভিযুক্ত যুবকের পরিবারকে জানালে পরদিন উল্টো শিক্ষার্থীর মাকে মারধর করে ওই যুবক। এ নিয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হয়। সালিসি সভার আগেও ওই যুবক আবারো মাদ্রাসা শিক্ষার্থীর মাকে মারধর করে । পরে রাতে থানায় এসে অভিযোগ করার পর রাতেই থানা পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, অভিযোগের আলোকে অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়