প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইফা'র সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সেলিম সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি তাঁর বক্তব্যে বিজয়ীদের অভিনন্দন ও যারা বিজয়ী হতে পারেনি তাদের অনুপ্রেরণা দিয়ে বলেন, প্রতিযোগিতাটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন সম্পর্কিত। শিক্ষা ও জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ইসলামিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, যারা বিজয়ী হয়েছো তাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সনদ ও মূল্যবান কিছু বই পুরস্কার হিসেবে দিচ্ছি। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো এবং যারা বিজয়ী, তাদের সবার সুযোগ আছে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার। বিভাগীয় পর্যায়ে যদি কেউ উত্তীর্ণ হয়, তাহলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। সেজন্যে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।
সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের ওপর আলোচনা করেন। সবশেষে দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার বিল্লাল হোসেন, সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. সালাউদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত ফিল্ড সুপারভাইজারবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।