রবিবার, ২৪ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৬:০৩

মতলব উত্তরে মোখলেছুর রহমান স্মৃতিরক্ষা বৃত্তি পেলেন ৮৩ শিক্ষার্থী

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে মোখলেছুর রহমান স্মৃতিরক্ষা বৃত্তি পেলেন ৮৩  শিক্ষার্থী
মতলব উত্তরে মোখলেছুর রহমান স্মৃতিরক্ষা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ।

মরহুম মোখলেছুর রহমান সরকার স্মৃতিরক্ষা বৃত্তি ২০২৫ পেলেন মতলব উত্তর উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৩ জন শিক্ষার্থী। শনিবার (২৩ আগস্ট ২০২৫) ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের মাঝে স্মৃতিরক্ষা বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বেনজির আহমেদ মুন্সির সভাপতিত্বে ও হেড মাওলানা মো. কবির আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, মরহুম মোখলেছুর রহমান সরকারের ছেলে স্মৃতিরক্ষা বৃত্তির পৃষ্ঠপোষক মো. মাহবুব -ই-রাব্বনী, শিক্ষক মো. কামরুজ্জামান, সাংবাদিক নূর মোহাম্মদ খান, অভিভাবক কামরুননাহার, অভিভাবক সার্জন শহীদুল হক, সাংবাদিক নূর মোহাম্মদ খান, নন্দনালপুর সামাদীয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সামিয়া আক্তার ও কালিপুর স্কুল এন্ড কলেজের ছাত্র মো. সাইফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল ভালো ফল করলেই হবে না, দেশের সৎ ও যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠাই মূল লক্ষ্য হওয়া উচিত। শিক্ষা মানুষের জীবনে আলোকবর্তিকা হিসেবে কাজ করে, তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষাকে কাজে লাগাতে হবে। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড়ো সাফল্য অর্জনের জন্যে উৎসাহ দেন।

জিপিএ-৫ পাওয়া মো. আবু সাঈদ ও সামিয়া আক্তার বলেন, এ সংবর্ধনা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে দেশের জন্যে ভালো কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়