রবিবার, ২৪ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২১:৩২

বিষ্ণুপুর ইউনিয়নে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ করতে হবে, আমরা বিএনপি এটাই তার প্রমাণ

......অ্যাড. সলিম উল্যাহ সেলিম

স্টাফ রিপোর্টার।।
ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ করতে হবে, আমরা বিএনপি এটাই তার প্রমাণ
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। এ সময় তিনি বলেন, এবার ভোট কেন্দ্র একদম পানির মতো ক্লিয়ার থাকবে। যার ভোট সে দিবে। আগে তো ভোটার মরে গেলেও সে ভোট দিতো। মানুষ ছাড়া ভোট আর হবে না। বাংলাদেশে আর কখনো জোর করে ভোট হবে না। আপনাকে ভোট কেন্দ্রে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। সারাদেশে আমরা বিএনপির কতো সদস্য আছি তারেক রহমান তা জানতে চায়। আপনি যে ফরমটি পূরণ করবেন তার তিনটি পার্ট। এর একটি যাবে তারেক রহমানের কাছে। এদেশে একজন মানুষও না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় মরবে না, কেউ অশিক্ষিত থাকবে না, কেউ গৃহহীন থাকবে না--এটি তারেক রহমানের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। এ এলাকা বিএনপির ঘাঁটি। সবাই প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ করতে হবে। আমরা যে বিএনপি করি এটাই হচ্ছে তার প্রমাণ।

তিনি আরো বলেন, আগামী দিনে তারেক রহমানকে এ দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে।আর তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হলে চাঁদপুরে মানিক সাহেবসহ ৫টি আসনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে হবে। সে লক্ষ্যে প্রতিটি নেতা-কর্মী, সমর্থকদের ঐক্যবদ্ধভাবে দলের জন্যে কাজ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে বিএনপির সদস্য সংগ্রহ এবং ভোটার বাড়াতে হবে। সবাই জানে বিএনপি ক্ষমতায় আসবে। বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ঘাঁটি এটা নেতা-কর্মীদের প্রমাণ করতে হবে।

ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. কাইয়ুম মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবু তাহের মতিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়াজী ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক হারুন খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী মাল, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বশির খান, সহ-সভাপতি ইব্রাহিম করিব স্বপন প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক আমজাদ আখন্দ, যুবদল সভাপতি বিল্লাল হাওলাদার, শ্রমিক দলের সভাপতি খোকন হাজরা, যুবদল নেতা রাসেল আখন্দ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান গাজীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আলী মাল। এ দিন প্রথমে ধনপর্দ্দি রামড়া দিঘিরপাড় ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এরপর পশ্চিম বিষ্ণুপুর জামে মসজিদ প্রাঙ্গণে এবং পরে মধ্য বিষ্ণুপুর লালপুর বাজার মর্নিং বার্ড কিন্ডারগার্ডেন স্কুল মাঠে পৃথক আয়োজনে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উল্লিখিত তিনটি স্থানে সদস্য সংগ্রহ অভিযানে বিএনপির সদস্য ফরম বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ উপলক্ষে তিনটি আলোচনা সভায় ব্যতিক্রম ছিল নারী ভোটার ও বিএনপির নারী সদস্যদের ব্যাপক উপস্থিতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়