প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২৩:২৪
ভেঙে ফেলা হচ্ছে চাঁদপুরের ইলিশ চত্বর?

চাঁদপুর জেলা শহরের চাঁদপুর স্টেডিয়ামের সামনে অন্যতম প্রতীকী স্থাপনা ইলিশ চত্বর ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, শহরের যানজট নিরসন এবং রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে চত্বরটি আর আগের মতো দৃশ্যমান থাকবে না।
|আরো খবর
চাঁদপুরের ইলিশ মাছকে ঘিরে গড়ে ওঠা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে কয়েক বছর আগে এই ইলিশ চত্বর নির্মাণ করা হয়। তবে এখন সেটি ভেঙে ফেলায় অনেকেই প্রশ্ন তুলছেন, যখন প্রকৌশলীরা চত্বরটি ডিজাইন করেছিলেন, তখন কি তারা ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণের প্রয়োজনীয়তার কথা ভাবেননি? স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ ব্যয় করে নির্মিত একটি প্রতীকী স্থাপনা খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে ফেলা হচ্ছে, যা পরিকল্পনার অভাবকেই তুলে ধরে।
চাঁদপুরবাসীর অনেকেই বিষয়টিকে ‘‘অসচেতন নগর পরিকল্পনা’’ বলে উল্লেখ করছেন। তাদের মতে, ইলিশ চত্বরটি শহরের সৌন্দর্য ও পরিচয়ের অংশ ছিল। এখন সেটি ধ্বংস হওয়ায় ঐতিহ্যগত গুরুত্ব ক্ষুণ্ন হবে। অন্যদিকে দাবি করা হচ্ছে—শহরের যানজট এবং চলাচলের দুর্ভোগ কমাতে রাস্তা প্রশস্ত করা জরুরি হয়ে পড়েছিল, তাই বাধ্য হয়েই এই পদক্ষেপ নিতে হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের অনেকে মনে করছেন, উন্নয়ন পরিকল্পনায় দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি না থাকলে এ ধরনের সিদ্ধান্ত বারবার নিতে হয়। এতে সরকারি অর্থ, সময় ও জনগণের আবেগ—সবই ক্ষতিগ্রস্ত হয়।
চাঁদপুরের ইলিশ চত্বর ভাঙার ঘটনাটি এখন শহরে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে উন্নয়নের প্রয়োজনীয়তা, অন্যদিকে সাংস্কৃতিক প্রতীকের সংরক্ষণ—দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছবি ও প্রতিবেদন উজ্জ্বল হোসাইন।