শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৮:০৬

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠান

অর্থের জন্যে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে পারে না ------ ড. সবুর খান

হাছান খান মিসু ।।
অর্থের জন্যে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে পারে না   ------ ড. সবুর খান
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও এককালীন বৃত্তি প্রদান ২০২৫ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। ছবি- হাছান খান মিসু।

চাঁদপুর শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও এককালীন বৃত্তি প্রদান ২০২৫ সম্পন্ন হয়েছে। বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণ তহবিল থেকে এ বৃত্তি প্রদান করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রাক্তন ৩৫ শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, অর্থের জন্যে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে পারে না। সমাজে এখন অনেক বিত্তশালী রয়েছেন। কিন্তু আমরা তাদের নিকট প্রোপার অ্যাপ্রোচ করতে পারছি না।

তিনি বলেন, আমরা সমাজের বিভিন্ন বিত্তশালীর কাছে যাই নানান ধরনের অনুষ্ঠানে সহযোগিতার জন্যে। কিন্তু আমরা কেউই কোনো শিক্ষার্থীর অনুদানের জন্যে যাচ্ছি না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান জুয়েল ও সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শহীদ উল্লাহ খান, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম ও সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রহিম বাদশা। সংবর্ধিত শিক্ষার্থীদের অবিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. আবুল কাশেম।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের শিক্ষার্থী তিতাশ রায় তুশি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা খানম সেতু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা আক্তার মনি।

অনুষ্ঠানের প্রারম্ভে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা হযরত আলী খান ও কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য শাহআলম মজুমদার, প্রাক্তন শিক্ষক মো. হাফেজ খান, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক মো. মাসুদ পালোয়ান, ১৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো. বাবুল মাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর পাটোয়ারী সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়