রবিবার, ২৪ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২১:০৫

সৌদি আরামকো প্রজেক্টের সফল সমাপ্তিতে আইওয়া গ্রুপের বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের সেলিব্রেশন প্রোগ্রাম

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব প্রতিনিধি।।
সৌদি আরামকো প্রজেক্টের সফল সমাপ্তিতে  আইওয়া গ্রুপের বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের সেলিব্রেশন প্রোগ্রাম

আইওয়া গ্রুপ অব কোম্পানির বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের উদ্যোগে দাম্মামে নভোটেল হোটেলে সৌদি আরামকোর দুটি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করা উপলক্ষে সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন আইওয়া গ্রুপ অব কোম্পানির ফাউন্ডার ও সিইও ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মুন্না। সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর রেজা ই রাব্বী, ইকোনমিক কাউন্সেলর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, তাসহিলাট আরামকোর প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আমির আহমেদ, আইওয়া গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার সৌদি নাগরিক আব্দুল্লাহ আলী আল হামুদসহ আরামকো প্রজেক্টে কর্মরত তামিমি গ্লোবাল ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্মকর্তা।

অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে অবদানের জন্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তব্যে ফাউন্ডার ও সিইও ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মুন্না বলেন, দীর্ঘ ২৭ বছরের প্রচেষ্টার পর সৌদি নাগরিক আব্দুল্লাহ আল হামুদের আন্তরিক সহযোগিতায় প্রবাসের মাটিতে আমি সফল হতে পেরেছি। তিনি আরও বলেন, আইওয়া গ্রুপ কোম্পানির প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য। তাদের কারণেই আজ কোম্পানি সফলভাবে এগিয়ে যাচ্ছে।

এছাড়া আইওয়া গ্রুপের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম বলেন, সৌদি আরবে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের জন্যে ভালো সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার এবং দেশের মুখ উজ্জ্বল করার। সৌদি মানেই শুধু লেবার বা নিচু কাজ নয়—এখানেও দক্ষতা থাকলে নিজেকে ও দেশকে রিপ্রেজেন্ট করা যায়। বর্তমানে আইওয়া গ্রুপের বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশ, মিশর, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকরা কাজ করছেন। এ প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশীরা বৈধ উপায়ে তাদের আয় দেশে পাঠাচ্ছেন, যা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়