রবিবার, ২৪ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৯:৪৭

চাঁদপুর মাছঘাটে ২ কেজি ওজনের ইলিশ ৯ হাজার ৫৫০ টাকায় বিক্রি

উজ্জ্বল হোসাইন
চাঁদপুর মাছঘাটে ২ কেজি ওজনের ইলিশ ৯ হাজার ৫৫০ টাকায় বিক্রি

চাঁদপুর মাছঘাটে দু কেজি ওজনের ইলিশ ৯ হাজার ৫৫০ টাকায় কিনে নেন এক ক্রেতা। শনিবার (২৩ আগস্ট ২০২৫) দুপুরে মাছটি বিক্রি করেন ঘাটের ব্যবসায়ী মো. সম্রাট বেপারী। একটি মাছ এতো উচ্চমূল্যে বিক্রি হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছঘাটে নিলামে তুলতেই বড়ো আকারের এই ইলিশ ক্রেতাদের দৃষ্টি কেড়ে নেয়। ধীরে ধীরে নিলামে দাম বাড়তে থাকে। অবশেষে ১ লাখ ৯১ হাজার টাকা মণ হিসেবে ৯ হাজার ৫৫০ টাকায় মাছটি বিক্রি হয়। হিসেব অনুযায়ী প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ৪ হাজার ৭৭৫ টাকা। সম্রাট বেপারী জানান, লক্ষ্মীপুরের বাড়তির খাল এলাকা থেকে গোফরান বেপারী চাঁদপুর আড়তে এই মাছটি পাঠিয়েছেন। এতো বড়ো ওজনের ইলিশ ঘাটে সচরাচর আসে না। চাঁদপুর অঞ্চলের ইলিশ দেশজুড়ে বিখ্যাত। তবে সাম্প্রতিক বছরগুলোতে বড়ো সাইজের ইলিশের কম দেখা মেলে। এ কারণে বাজারে বড়ো সাইজের মাছ আসলেই দাম কয়েক গুণ বেড়ে যায়। ক্রেতারা এটিকে সৌভাগ্যের মাছ হিসেবে দেখে থাকেন।

এদিকে মাছ কিনতে আসা এক ক্রেতা বলেন, দামের কথা ভাবলে সাধারণ মানুষের পক্ষে কেনা কঠিন। তবে বড়ো আকারের ইলিশের স্বাদ ও মর্যাদা আলাদা। তাই অনেকেই উচ্চমূল্য দিয়ে হলেও কিনতে রাজি হন।

চাঁদপুরের মাছঘাটের এ ঘটনাটি স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে আনন্দ ও উৎসাহ জাগিয়ে তোলে। বড়ো সাইজের ইলিশ বাজারে আসায় জেলেরা আশাবাদী হয়ে উঠেন যে, সামনে আরও বড়ো ইলিশ ধরা পড়বে। ছবি ও প্রতিবেদন : উজ্জ্বল হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়