শনিবার, ২৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৬:৫০

রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে সড়কের পাশের ৫ কোটি টাকার জমি দখলের অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে সড়কের পাশের ৫ কোটি টাকার জমি দখলের অভিযোগ
শনিবার দুপুরে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে লেংড়াবাজার এলাকার পাশে ৫ কোটি টাকার নিচু জমি ভরাটের কাজ চলছে।

লক্ষ্মীপুরের রায়পুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় ৫ কোটি টাকার জমি দখল ও জোরপূর্বক নির্মাণ কাজ চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, স্থানীয় পুলিশ ও রাজনৈতিক নেতাদের সহায়তায় এ দখল কার্যক্রম চালাচ্ছেন তারা।

শনিবার (২৩ আগস্ট ২০২৫) দুপুরে থানা পুলিশের সহযোগিতা নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেছেন জমির মালিক ভুক্তভোগী সাবেক কাউন্সিলর পৌর বিএনপির সদস্য মো. তবিব উল্যা (৮২)।

থানায় লিখিত অভিযোগে জানান, রায়পুর পৌরসভার সরকারি কলেজ সংলগ্ন মোড়ে লেংড়াবাজার এলাকায় ৩০নং কেরোয়া মৌজার ৫১৩নং খতিয়ানভুক্ত সাবেক আরএম ৪৩-এর ১২৭৩ দাগে আমার ওয়ারিশ হিসেবে ১২ শতাংশ সম্পত্তি রয়েছে । তার পাশে একটি নুরানী মাদরাসা ও কয়েকটি পরিবার বাসা ভাড়া থাকেন। স্থানীয় আলম নামের এক ব্যক্তির দায়ের করা মামলা চলমান ও আদালত ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে। তবুও বিবাদী কামাল হোসেন, নুরুল আমিন, মো. রুবেল ও রফিকুল ইসলামসহ তারা প্রভাবশালী মহলের সহায়তায় দীর্ঘদিন ধরে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশের ৫ কোটি টাকার জমি দখলে পাঁয়তারা করছে।

সাবেক পৌরসভার কাউন্সিলর বিএনপি নেতা তবিব উল্যা অভিযোগ করেন, আদালতের আদেশ অমান্য করে গত ১২ মে সকালে ওই জমিতে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করা হয়। বাধা দিতে গেলে অভিযুক্তরা মারতে এগিয়ে আসে এবং হত্যার হুমকি দেয়া হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর শনিবার দুপুরে রায়পুর থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কার্যত কোনো লাভ হচ্ছে না। এমনকি ওসির কোনো নির্দেশ মানছে না তারা এবং নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

তবিব উল্যা বলেন, স্থানীয় কামালসহ কয়েক ভূমিদস্য ও প্রভাবশালী নেতার প্রত্যক্ষ সহায়তা ছাড়া আদালতের আদেশ অমান্য করার দুঃসাহস বিবাদীরা দেখাতে পারতো না।

এ সময় তবিব উল্যা অবিলম্বে অবৈধ দখল কার্যক্রম বন্ধ করা এবং আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার দাবি জানান। তিনি এ বিষয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ সুপারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে রফিকুল ইসলাম ও কামাল হোসেন সহ অভিযুক্তরা বলেন, আমরা আমাদের ওয়ারিশি ও ক্রয় করা জমিতে আবাসিক ভবনের জন্যে বালু দিয়ে জমি ভরাটের কাজ করছি। আমরা আদালত বা পুলিশের আইন ভঙ্গ করিনি। তবিব উল্যার কোনো জমিই নেই। মিথ্যা অভিযোগে হয়রানি করছে আমাদের।।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, এ বিষয়ে দুপুরে তবিব উল্যা নামের সাবেক কাউন্সিলর ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়