প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২১:২৫
ব্যবসা বাণিজ্য ছেড়ে মানুষের জন্যে গত দেড় যুগ ধরে কাজ করে চলছি
.......…..সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে বিপরীতমুখী ঝড়ের মধ্যেও ফরিদগঞ্জ উপজেলার মানুষ ধানের শীষ ও আমাকে ভালোবেসে ভোট দিয়ে বিজয়ী করেছে। এই ঋণ শোধ হওয়ার নয়। তবে আমি নির্বাচিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চেষ্টা করেছি সর্বোচ্চ বরাদ্দ এনে উন্নয়ন কাজ করার জন্যে। পতিত স্বৈরাচারী সরকারের দমন-নিপীড়নের মধ্যেও আমি যখনই সুযোগ পেয়েছি এলাকায় আপনাদের পাশে ছুটে এসেছি। গত দেড় যুগ ধরে আমি নিজের ব্যবসার দিকে সময় দিতে পারিনি। স্বৈরাচারের কারণে যখন দেখেছি ব্যবসা করাও কঠিন, তখন ব্যবসা বাণিজ্য ছেড়ে এই উপজেলার মানুষের জন্যে দেড় যুগ ধরে কাজ করে চলেছি। সেই প্রতিদান হিসেবে যেখানেই যাই, মানুষ দু হাতে আমাকে দোয়া করছে। সামনে আমাদের অনেক কাজ। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার বদৌলতে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের অংশগ্রহণ ও সমর্থন প্রয়োজন। আমাদের নেতা-কর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফার সুফল ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জন্যে দোয়া ও সমর্থন চাইতে হবে। কারণ দেশ রক্ষায় সামনের নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয়ের বিকল্প নেই।
|আরো খবর
শনিবার (২৩ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ এবং মারা যাওয়া দলীয় নেতা-কর্মীদের কবর জিয়ারত শেষে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের সাফুয়ায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচন হলে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের মাধ্যমে মানুষ ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারবে। নতুন নতুন চাকুরির সুযোগ আসবে। যাদের বর্তমান বয়স ৩৪/৩৫ বছর, তারা আজ পর্যন্ত একটি ভোটও দিতে পারেনি। তাই তরুণ সমাজ ভোট দেয়ার জন্যে উন্মুখ হয়ে আছে। আমার বিশ্বাস, ২০০৮ সালে ফরিদগঞ্জ আসনে মানুষ যেভাবে শত প্রতিকূলতার মাঝেও ধানের শীষের বিজয় নিশ্চিত করেছিল, তেমনি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সেভাবে ধানের শীষের জয় হবেই।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান খানের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএম টুটুল পাটওয়ারী, মহিলা দলের পারুল বেগম, পৌর যুবদলের সাবকে যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের শহীদ জিয়া ছাত্রবাস কমিটির সেক্রেটারী জসিম উদ্দিন গাজী, ৬নং ওয়ার্ড যুবদলের নজরুল ইসলাম স্বপ্ন, ফরিদগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা সম্রাট বেপারী প্রমুখ।
এছাড়া পৌর স্বেচ্ছসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, মহিলা দলের ফরিদা বেগম, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. জলিল, ছাত্রদলের মনির হোসেন, হোসেন আহাম্মদ, তারেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।