প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৭:৫৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)তে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ডিআইইউ ব্লাড ডোনার্স ক্লাবের সহযোগিতায় ড্যাফোডিল এইচআর 'ড্যাফোডিল লাইফলাইন' রক্তদান কর্মসূচির আয়োজন করে।
|আরো খবর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 'ড্যাফোডিল লাইফলাইন - যেখানে প্রতিটি ফোঁটা আশা জাগায়' শীর্ষক একটি বৃহৎ পরিসরে রক্তদান অভিযান সফলভাবে আয়োজন করে সামাজিক দায়বদ্ধতার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। চলমান কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রচেষ্টার অংশ হিসেবে ড্যাফোডিল এইচআর বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ডিআইইউ ব্লাড ডোনার্স ক্লাবের সহযোগিতায় এই উদ্যোগের নেতৃত্ব দেয়।
ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্টুডেন্ট লাউঞ্জে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত এই রক্তদান কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, সম্মানিত অনুষদ সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তারা রক্তদানে এগিয়ে আসেন। এই কর্মসূচিতে ৯০ জনেরও বেশি শিক্ষার্থী, সম্মানিত অনুষদ সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তা রক্তদান করেন।
রক্তাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্বব্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী। তাঁদের উপস্থিতি ও উৎসাহ অংশগ্রহণকারীদের এবং স্বেচ্ছাসেবকদের ব্যাপকভাবে রক্তদানে উৎসাহিত ও অনুপ্রাণিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে অধ্যাপক ড. এম. আর. কবির বলেন, “রক্তের প্রতিটি ফোঁটা আশার আলো জাগায় এবং জীবন বাঁচায়। আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মকর্তাদের প্রতি আমি গর্বিত যে, তারা এই ধরনের মানবিক সহানুভূতি এবং নাগরিক দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন।”
'ড্যাফোডিল লাইফলাইন' প্রচারণা কেবল স্বেচ্ছায় রক্তদানের গুরুত্বকেই তুলে ধরেনি বরং ভবিষ্যতে নিয়মিত অবদান রাখার জন্যে অনেক নতুন দাতাকে অনুপ্রাণিত করেছে। ড্যাফোডিল এইচআর সকল দাতা, স্বেচ্ছাসেবক এবং সহযোগী অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যারা এই অনুষ্ঠানটিকে অর্থবহ করে তুলেছে।