প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২১:৩০
হাইমচর উপজেলা প্রবাসী বিএনপির পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক অনুদান প্রদান

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত অসহায় সিএনজি অটোরিকশা চালক মনির হোসেনকে আর্থিক অনুদান প্রদান করেছে হাইমচর উপজেলা প্রবাসী বিএনপি পরিবার। ২২ জুলাই ২০২৫ ( মঙ্গলবার) মহজমপুর গ্রামের মনির হোসেনের চিকিৎসার জন্যে আর্থিক সহযোগিতা করে হাইমচর উপজেলা প্রবাসী বিএনপি পরিবারের সদস্যরা।
হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সফিক পাটোয়ারীর মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত অসহায় হতদরিদ্র মনির হোসেনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
হাইমচর উপজেলা প্রবাসী বিএনপি পরিবার কার্যকরী কমিটির সভাপতি শাকিল শাহ ও সাধারণ সম্পাদক সুমন হোসেন শেখ, সাগর সাহ ও ইয়াসিন জানান, মহজমপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক মনির হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অর্থের অভাবে তিনি ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন না। বিষয়টি আমাদের নজরে আসার পর মানবিক কারণে সহযোগিতা নিয়ে আমরা এ অসহায় তার পাশে দাঁড়িয়েছি। আমরা বলবো, সমাজের যারা বিত্তবান রয়েছেন তারাও যেন অসহায় লোকটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।