প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৮:২৫
ব্যারিস্টার হলেন কচুয়ার নিশাত তামান্না ঐতি সিকদার

নিশাত তামান্না ঐতি কচুয়া উপজেলার ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের একমাত্র কন্যা। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্রেজ ইন লন্ডন থেকে বার-অ্যাট-ল' ডিগ্রি অর্জন করেছেন। ঐতি কচুয়ার প্রথম নারী ব্যারিস্টার।
|আরো খবর
পারিবারিক সূত্রে জানা যায়, ঐতি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে এলএলবি এবং এলএলএম কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। পরে বার-অ্যাট-ল' ডিগ্রি অর্জন করেন গ্রেজ ইন ইউনিভার্সিটি অব লন্ডন থেকে।
ঐতির বাবা কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও নিজ গ্রামে প্রতিষ্ঠিত নিন্দুপুর এম. কে. আলমগীর স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা।
ঐতির মা শাহনাজ সিকদার জানান, মেয়ের অর্জনে আমরা গৌরব বোধ করছি। আমাদের একমাত্র ছেলে সিকদার ইশতিয়াক লন্ডন স্কুল অব বিজনেস অ্যান্ড ফিনান্স থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি এবং ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে উচ্চতর শিক্ষা লাভ করেছে। আমরা সন্তানদের জন্যে দোয়া চাই।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঐতি জানান, আমি প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে দেশের পাশাপাশি কচুয়ার মানুষের সেবা করতে আগ্রহী। তিনি বাংলাদেশের খ্যাতনামা প্রয়াত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক সাহেবের মতো আইনি সেবার মাধ্যমে দেশের মানুষের জন্যে কাজ করে পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হতে আত্মীয়-স্বজন, হিতাকাঙ্ক্ষী ও জন্মস্থান কচুয়াবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
নিশাত তামান্না ঐতির সাফল্যে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়ার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।