প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২১:২৮
বালিথুবায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেলে ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য শাহ্ মোঃ ইকবাল লিটনের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা শাহাদাত হোসেন মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান। আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা পেয়ার আহমেদ, তুহিন পাটওয়ারী, মাসুদুর রহমানসহ অনেকে।
প্রধান অতিথি আজিজুর রহমান আজিজ তাঁর বক্তব্যে বলেন, আপনারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান দেশের সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবেন। সদস্য সংগ্রহ ও নবায়নকে উদ্দেশ্য করে প্রতিটি ঘরে তারেক রহমানের এ বার্তা পৌঁছে দিতে হবে এবং ফরিদগঞ্জের উন্নয়নের রূপকার, মেহনতী মানুষের আপনজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন লায়ন মো. হারুনুর রশিদের সালাম সকলের কাছে পৌঁছে দিতে হবে। আগামীতে ইনশাআল্লাহ আপনাদের নেতা লায়ন হারুনুর রশিদই এ উপজেলায় ধানের শীষের প্রতীক নিয়ে আসবেন বলে তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম রাঢ়ী, উপজেলা যুবদলের নেতা জাহাঙ্গীর আলম, মো. হাসান ভূঁইয়া, বিএনপি নেতা মিজান পাঠান, মইনুদ্দিন ভেণ্ডার, ছাত্রদল নেতা মো. হোসেন পাটোয়ারী, ইয়ার মুন্সী, মো. আজিজ, ইউনিয়ন যুবদল নেতা রহুল আমিন, ছাত্রনেতা আলমগীর পাটোওয়ারী, মহরম হোসেন, আলমগীর, মানছুর হোসেনসহ অনেকে।
উল্লেখ্য, অনুষ্ঠানের পূর্বে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্যে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত সকল অতিথি ও দর্শক রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে কালোব্যাজ ধারণ করেন।