প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২১:৫৭
রাষ্ট্রীয় শোক দিবস পালনে চাঁদপুর জেলা বিএনপির দোয়া মাহফিলে অ্যাড. সলিম উল্যাহ সেলিম
বিমান দুর্ঘটনা নাশকতা কিনা তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি

ঢাকায় বিমান দুর্ঘটনায় উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজের নিহত শিক্ষক-শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বাদ আসর চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে ভোরে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। কালোব্যাজ পরেন নেতা-কর্মীরা।
|আরো খবর
চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝির সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপ্রধানের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। তিনি বলেন, অবুঝ শিশুদের অকাল মৃত্যুতে সবাই আমরা শোকাহত। এই শোকের সান্ত্বনা জানানোর কোনো ভাষা নাই। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। যারা বেঁচে থাকবে তারাও সুস্থ জীবনযাপন করতে পারবে না। যে শিশুরা মরে গেলো, ওদের মা-বাবার চোখের জল কী দিয়ে পূরণ করবো? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারাদেশে শোক পালন করছি। এতোগুলো নিষ্পাপ শিশুর জীবন চলে গেল! তাদের জন্যে দোয়া করবো। সারা বাংলাদেশের মানুষ দোয়া করছে। আর এটি কোনো নাশকতা কিনা তা তদন্ত কমিশনের মাধ্যমে উদঘাটন করে জাতির সামনে তুলে ধরার দাবি জানাচ্ছি। নতুবা মনে করবো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস তাঁর ক্ষমতাকে দীর্ঘায়িত ও বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্যে এই ষড়যন্ত্র এবং নাশকতা করেছে। আমাদের সন্তানরা যেনো বেহেস্তবাসী হয়। অন্তরের অন্তঃস্থল থেকে সবাই আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তাদের আত্মার শান্তি কামনা করি। আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন, সন্তানহারা বাবা-মা আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অ্যাড. সেলিম আরো বলেন, এই বিমান দুর্ঘটনা কোনো সাবোটাজ, নাশকতা কিনা, নির্বাচনকে পেছানোর জন্যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে ষড়যন্ত্র কিনা। সেজন্যে সঠিক তদন্ত হওয়া দরকার। তিনি বলেন, চাঁদপুরে এনসিপির নেতারা আসবেন, আমাদের ডিসি এসপি তাদের জন্যে গাড়ি ঠিক করে দেন। অথচ আমরা মিটিং করি, আমাদের খবর নেন না। এনসিপি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, আমরা তাদেরকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে রাজি না। এনসিপিকে নিয়ে ডিসি, এসপি, আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ কান্নাকাটি করবেন না। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সহযোগিতা ছিলো। আমাদের নেতা তারেক রহমান দলের প্রতিটি নেতা-কর্মীকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্যে যদি নির্দেশ না দিতেন, ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থানের বিজয় আমরা পেতাম না।
অ্যাড. সেলিম বলেন, বিএনপি খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্যে লড়াই সংগ্রাম করে আসছে। আজকে আমরা কী দেখছি! সেখানে অন্তর্বর্তীকালীন সরকার একটা দল করছে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের না, সকল রাজনৈতিক দল সাপোর্ট দিয়েছে এবং ছাত্র-জনতার আন্দোলনের ফসল। তিনি বলেন, এনসিপি একটি শিশু দল, বাচ্চা দল, নাবালক দল। ডক্টর ইউনুস, কয়েকজন উপদেষ্টা এবং সারা বাংলাদেশের ডিসি এসপিরা তাদের জন্যে মায়াকান্না করছে। এনসিপির নেতারা যেখানে যায়, মনে হয় মার্শাল ল' (সামরিক শাসন) জারি হয়। নাবালক দলের নেতারা আসবে এজন্যে কামান বন্দুক নিয়ে প্রস্তুত। তিনি এনসিপির উদ্দেশ্যে বলেন, তোমরা ডক্টর ইউনুস ও জামায়াতের কোলে না উঠে বিএনপির কোলে যদি থাকতা, গোপালগঞ্জের মাটিতে তোমাদের ওপর এমন হামলা তারা করতে পারতো না। আলোচনা শেষে ঢাকায় বিমান দুর্ঘটনায় উত্তরা মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষক-শিক্ষার্থীদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. জসিম উদ্দিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক হাফেজ মো. জাকির মৃধা।
শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিমুছ সালাম, চাঁদপুর পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশিদ, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও পিপি কুহিনূর রশিদ, সহ-সভাপতি অ্যাড. রেহানা ইয়াছমিন কচি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক সামসুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।