প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২১:১০
মতলব উত্তরে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মতলব উত্তর উপজেলায় নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এই কারেন্ট জাল জব্দ করা হয়।
|আরো খবর
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ষাটনল, দশানী ও মোহনপুরে মেঘনা নদীর বিভিন্ন এলাকা হতে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মো. সেলিম, ওআইসি, কোস্টগার্ড।
মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।