প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৭:৫২
সেনাবাহিনী ও র্যাবের যৌথ দুটি অভিযান
৪ টি শটগান, ১ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) রাতে সেনাবাহিনী ও র্যাব-১১- এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দ্বিতীয় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মো. হায়দার বকসী (৩৮) নামক ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। এ সময় মো. হায়দার বকসী (৩৮)-এর অবস্থানরত বাড়ি তল্লাশি করে ৩ টি শটগান, ১টি রামদা, ১ টি ছুরি, ৩ টি পাসপোর্ট ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
|আরো খবর
পৃথক অন্য একটি অভিযানে একই তারিখ রাতে সেনাবাহিনী ও র্যাব-১১-এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নুরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মজিবুর রহমান (৪০) নামক এক জনকে গ্রেফতার করা হয়। এ সময় মজিবুর রহমান (৪০)-এর অবস্থানরত বাড়ি তল্লাশি করে ১ টি শটগান, ১ রাউন্ড গুলি, ১ টি পাসপোর্ট ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মো. হায়দার বকসী (৩৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর গ্রামের মৃত ইদ্রিস বকসীর ছেলে এবং মজিবুর রহমান (৪০) একই থানার নুরপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত নিজ এলাকা সহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘটিত করে আসছিলো। অস্ত্রধারী সন্ত্রাসী দমন অভিযানের অংশ হিসেবে র্যাব-১১ ও সেনাবাহিনীর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।