প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৬:২২
দেশ গড়তে জুলাই পদযাত্রায় বুধবার এনসিপি নেতৃবৃন্দ চাঁদপুর আসছেন

বুধবার (২৩ জুলাই ২০২৫) বেলা ১১টায় দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর আসছেন শহরের বাস স্ট্যান্ডের সমাবেশে যোগ দিতে। এনসিপি প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে নোয়াখালী থেকে মঙ্গলবার রাতের মধ্যে ৯০জন এবং বাকিরা বুধবার সকালে চাঁদপুর আসবেন। মঙ্গলবার সন্ধ্যায় মাইলস্টোন ট্রাজেডির শিকারদের জন্যে দোয়া হবে চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদে এবং বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকার হবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত জেলা এনসিপির সংবাদ সম্মেলনে এই কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।