বুধবার, ২৩ জুলাই, ২০২৫  |  
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সিরিজ জিতল বাংলাদেশ

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২২:৪০

শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না : নাসির উদ্দিন পাটোয়ারী

নোয়াখালী প্রতিনিধি
শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না : নাসির উদ্দিন পাটোয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদের সেদিকে যেতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবে না। তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেলে নোয়াখালীর জেলা মডেল মসজিদে মাইলস্টোন কলেজের নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

নাসির বলেন, শিক্ষার্থীরা দাবি তুলেছে, আমরা তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি। তারা পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে, আমরা তাদের সাথে সংহতি জানিয়েছি। সরকার এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের শিক্ষার্থীরা যে দিকে যায় আমাদের ওই দিকে যেতে হবে।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়