মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১৯:০৩

মতলবের ধনারপাড়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল

রেদওয়ান আহমেদ জাকির
মতলবের ধনারপাড়ে আলোচনা সভা ও  ইফতার মাহফিল

মতলব পৌর এলাকার ধনারপাড় দারুল ইসলাম মাদ্রাসা ও ইয়াতিম খানার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মার্চ বাদ আছর রমজানের তাৎপর্য শীষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

ধনারপাড় দারুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে বিশিষ্ট সমাজসেবক মোঃ জসিম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপার আব্দুর রব ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি জগন্নাথ কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মমিনুল হক, কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুর রশিদ পাটওয়ারী, মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপত জিএম হাবিব খান, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, বিশিষ্ট সমাজসেবক সেলিম সরকার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মতলব দারুল ইসলাম সোসাইটির সেক্রেটারী মোঃ মোস্তফা মিয়া। পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইকরা হিফজুল কোরআন মডেল মাদ্রাসার স্বত্ত¡াধিকারী মোঃ খালিদ সাইফুল্লাহ। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়