মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩

রায়পুরে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রায়পুরে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে অজ্ঞাত এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের নতুন চৌকিদার বাড়ির পুকুর পাড় থেকে পচন ধরা দেহটি উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সকালে এলাকার লোকজন পুকুর পাড়ে গন্ধ পেয়ে খোঁজ নিলে মরদেহটি দেখতে পান। পরে রায়পুর থানায় খবর দিলে উপ-পরিদর্শক মেহের আলী ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে । পচন ধরায় শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।'

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়