প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২০:১৯
চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ডের ২নং মহল্লা কমিটির সদস্যপদ সংগ্রহ নবায়ন ও মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ডের ২নং মহল্লা কমিটির উদ্যোগে দলের প্রাথমিক সদস্যপদ সংগ্রহ, নবায়ন কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫)
বিকেলে লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২নং মহল্লা কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে প্রাথমিক সদস্যপদ সংগ্রহ, নবায়ন কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. সহিদ উল্লাহ ভূঁইয়া।
ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহীদ ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান সুমন মোস্তান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মিয়া, জেলা শ্রমিক দলের মহিলা সম্পাদিকা শামীমা নাসরিন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলাম দাদন, সদস্য আলাউদ্দিন ভূঁইয়া, ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক পূর্ণ, ২নং মহল্লা কমিটির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।