শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৪১

ক্ষমতাসীন মানুষ

আহমেদ উল্লাহ ভূইয়া
ক্ষমতাসীন মানুষ

ক্ষমতাসীন মানুষেরা ভাবেÑচিরস্থায়ী এ আসন

তারাই ঈশ্বরতুল্যÑঈশ্বরের পার্থিব সংস্করণ।

তারা মৃত্যু, অভিশংসনমুক্তÑজীবনটাও অবিনশ্বর

আসনটা জনতার নাগালের বাইরেÑস্থাপিত বজ্রপাতের উপর।

যম ব্রতে চলে প্রশাসনÑআগ্নেয় ব্রতে দহে জনগণ

সে আদিকাল হতে, এ জনপদেÑক্রিয়াশীল স্বঘোষিত ঈশ্বর শাসন।

খুন হয় ভূমিপুত্র, গুম হয়Ñঅথবা হারায়

গুম, খুন সবই হয়Ñঈশ্বর ইশারায়!

এ ঈশ্বর ভোটে সৃষ্টÑবনে যায় বিষবৃক্ষÑচোখের ইশারায়

রক্তচোষা, অর্থ গৃধ্নু, বাক্যমৃতে ঝরে মধুÑজনগণ সর্বস্ব হারায়।

অর্থ মন্ত্রক যক্ষালয়Ñযক্ষ রক্ষেনÑযতনে।

লুটপাটের এ মহাযজ্ঞেÑথাকেন তিনি চুপ করে।

কলির যক্ষ রসিক দেবÑরসে ভরা প্রাণ

চোর-ডাকাতের নাম নিতেওÑভীষণ লজ্জা পান।

কৌটিল্যের অর্থ শাস্ত্রেরÑতিনিই চূড়ামণি

যক্ষালয় আজ যক্ষাগ্রস্তÑআর্তনাদ তার শুনি।

সংসদ বনছে দেবালয়Ñব্যস্ত স্তুতিকীর্তনে

রূঢ় ভাষার প্রয়োগ বেশিÑনষ্ট স্মৃতি মন্থনে।

দেব-দেবীগণ ব্রহ্মারই দূতÑঅমৃতের সন্তান!

আমজনতা শুদ্র শ্রেণিরÑনেই তো পরিত্রাণ।

প্রাচীন পুস্তক বেদ-পুরাণেÑশূদ্রকেই অসুর বলে মানে

অসুর করে দেবতা বধÑস্বর্গীয় উদ্যানে।

দেব-দেবীদের জানা উচিতÑঅতীত ইতিহাস

সর্বকালেই অসুর করছেÑদেবতা উৎখাত।

ঘোর কলিতে অসুর সমাজÑউঠে যদি ফুঁসে

দেব-দেবীদের স্বর্গচ্যুতিÑঘটবে আপন দোষে।

বজ্রবান আর অগ্নিবানেÑঅসুর ভীত নয়

যমদূতেরও জানার কথাÑজানলে ভালো হয়।

ইন্দ্র ছিলেন স্বর্গাধিরাজÑদেব-দেবীদের নেতাÑ

মহাদেবের আবির্ভাবেÑভাবছে কেউ তার কথা?

ঈশ্বর যদি জায়েজ করেনÑদেব-দেবীদের অবিচার

ঈশ্বর হবেন স্বর্গচ্যুতÑঅসুর করবে তার বিচার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়