প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৫৬
রায়পুরে দু সিএনজি যাত্রীকে বাসে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত, আটক ১

বেপরোয়া গতিতে বাস চালানোর প্রতিবাদ করায় দুই সিএনজি অটোরিকশা যাত্রীকে নির্মমভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ‘ঢাকা এক্সপ্রেস’ পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করেছেন।
|আরো খবর
এ ঘটনায় শুক্রবার সকালে (১ আগস্ট ২০২৫) রায়পুর রাখালিয়া বাজারের আহত ব্যবসায়ী কাঞ্চন চৌধুরী বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ চালককে গ্রেফতার করেছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রাখালিয়া বাজারের ব্যবসায়ী কাঞ্চন চৌধুরীসহ দুই ব্যবসায়ী রায়পুর বাজার থেকে সিএনজি অটোরিকশাযোগে রাখালিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় পথে রায়পুর সেবা হাসপাতালের সামনে বেপরোয়া গতিতে ঢাকা থেকে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ পরিবহন তাদের সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা প্রতিবাদ করে বাসের হেলপারকে ডাক দিলে বাসচালক আরিফ ও হেলপার মহিন উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন । শুধু গালমন্দতেই থেমে থাকেনি, বাস থামিয়ে চালক ও হেলপার সিএনজি যাত্রী কাঞ্চন ও রুবেলকে টেনে হিঁচড়ে বাসে তুলে নিয়ে রড ও পাইপ দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে।
আহতদের অভিযোগ, চালক আরিফ এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করলে তা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। হেলপার মহিন লোহার রড দিয়ে তার বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে। পরে বাসটি রায়পুর ‘ঢাকা এক্সপ্রেস’ কাউন্টারে এনে শাটার বন্ধ করে আবারও দু ব্যবসায়ীর ওপর নির্যাতন চালানো হয়। এ সময় নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয় বাস স্টাফরা। তারা হুমকি দেয়, কেউ আইনের আশ্রয় নিলে তাকে অজ্ঞাত সন্ত্রাসীদের মাধ্যমে খুন করা হবে।
এ সময় আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। আহতরা এ ঘটনায় উপযুক্ত বিচার দাবি করেন।
এ ঘটনায় অভিযুক্ত বাসচালক আরিফ ও হেলপার মহিন ভুল করেছেন বলে স্বীকার করেন এবং এজন্যে তারা খুবই অনুতাপ প্রকাশ করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, সিএনজি যাত্রী রাখালিয়া বাজারের দুই ব্যবসায়ীকে মারধর করায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।