শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২১:০৮

ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রশ্ন

চাঁদপুরে বর্তমানে বালুখেকো কারা?

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুরে বর্তমানে বালুখেকো কারা?

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট ২০২৫) বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় 'গণহত্যার বিচার ও শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়া'র দাবিতে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

তিনি বলেন, এক ফ্যাসিস্ট দূর হয়েছে আরেক ফ্যাসিবাদ তৈরি হয়েছে। ৫ তারিখ যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, তখন অনেক রাজনৈতিক দল কোটি কোটি টাকা লুটপাট করেছে। একসময় তো চাঁদপুরে বালুখেকো সেলিম ছিলেন। এখন তো আর সে জীবিত নেই। বর্তমানে চাঁদপুরে যারা বালু কাটছে এই বালুখেকো কারা? এখন কারা রাজনীতির নাম ভাঙ্গিয়ে বালু কাটছে? বালু কাটার জন্যে তো জুলাই আন্দোলন হয়নি। দৃশ্যমান বিচার, সংস্কার ও জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিজমের জন্ম হবে। আবারো জাতীয় লুটেরাদের হাতে ক্ষমতা চলে যাবে। দেশের টাকা বিদেশে পাচার হবে। নতুন নতুন বেগমপাড়া তৈরির হিড়িক পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষগোষ্ঠীর বৃত্তে আটকা পড়লে জুলাই অভ্যুত্থান ব্যাহত হবে।

তিনি আরো বলেন, নির্বাচন দিতে হলে নির্বাচন কমিশনকে আগে পরীক্ষা দিতে হবে। নির্বাচন কমিশনকে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। নির্বাচন সামনে আসতেছে। ইসলামী আন্দোলনের আমীরের সকল সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে। চাঁদপুর-৩ আসনে যেই দলের প্রার্থী হোক তার সাথেই আমরা কাজ করবো।

ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) শেখ মুহা. জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাও. মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিপির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়ক মাহবুব আলম।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামতুল্লাহ ও নেছার উদ্দীনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ, শ্রমিক নেতা মুহাম্মদ আবুল বাশার, ছাত্রনেতা ডিএম ফয়সাল, মাওলানা মাঈনুদ্দীন, সদর উপজেলা যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়