শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১০:০৩

ধোঁয়াশা জীবন

বিপুল চন্দ্র রায়
ধোঁয়াশা জীবন

সিগারেটে একটুখানি সুখটান,

ক্ষণিকের এক ভ্রান্তি,

ভবিষ্যতের কপালে অঁাকে,

গভীর এক দুশ্চিন্তার ক্লান্তি।

ধূমপান এক বিষাক্ত ছোবল,

বিষের ধেঁায়ায় ফুসফুসে জমে কালি।

ছাড়ো এই বিষ ছাই,

গড়ো সুস্থ জীবনখানি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়