প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২০:২৯
মাঠ নাকি পুকুর ?

চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ বৃষ্টির পানিতে টইটম্বুর। শহরের প্রাচীন এবং প্রসিদ্ধ এই শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠটি যেনো এক টুকরো পুকুরে পরিণত হয়েছে। অথচ এটি শহরের সবচেয়ে জনবহুল স্থানে অবস্থিত। টানা বৃষ্টিতে মাঠ ডুবে কোথাও কোথাও হাঁটু পানি হয়ে যায়। এর উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা। শিক্ষার্থীদের খেলাধুলা তো দূরের কথা, মাঠটিতে হাঁটারও সাধ্য নেই। মাঠটি সংস্কার না হওয়ায় এবং বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষায় বৃষ্টি হলেই এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়। সম্প্রতি জেলা প্রশাসনের প্রচেষ্টায় ৩৫ লাখ টাকা সরকারি বরাদ্দ পাওয়া গেছে মাঠ সংস্কারের জন্যে। শহরবাসী আশা করছে, সংস্কারের পরে মাঠটি যৌবন ফিরে পাবে এবং এর সঠিক ব্যবহার হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ শুধু খেলার জায়গা নয়, এটি শরীরচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানসিক বিকাশেরও ক্ষেত্রও। শুক্রবার মাঠটির দুরবস্থা দেখে পথচারীরা বললেন, এটা কি বিদ্যালয়ের মাঠ, না কি শহরের নতুন পুকুর?
|আরো খবর
ছবি ও প্রতিবেদন : উজ্জ্বল হোসাইন।