মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ২২:২৩

চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে মতবিনিময়

বিএনপির অর্জনকে ম্লান করতে কয়েকটি গোষ্ঠী নানাভাবে চক্রান্ত করছে ----আলহাজ্ব মোশারফ হোসাইন

স্টাফ রিপোর্টার
বিএনপির অর্জনকে ম্লান করতে কয়েকটি গোষ্ঠী নানাভাবে চক্রান্ত করছে ----আলহাজ্ব মোশারফ হোসাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড কমিটির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই ২০২৫) বিকেলে শহরের বিপণীবাগ পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন। তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীরা ১৭ বছর ধরে আওয়ামী লীগের স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে। তবে বিএনপির জন্যে সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। বিএনপির অর্জনকে ম্লান করার জন্যে কয়েকটি গোষ্ঠী নানাভাবে চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিএনপিতে কোনো অন্যায়কারীর স্থান নেই। আমার নেতা তারেক রহমানের নির্দেশ, বিএনপি করে কেউ অন্যায়-অবিচার করতে পারবে না। দলের ভেতর থেকে কেউ যদি অন্যায়-অবিচার করে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এদেশের সাধারণ মানুষ এখনো বিএনপিকে ভালোবাসে। মানুষের ভালোবাসা ধরে রাখতে এবং ভালোবাসা অর্জন করতে আমাদের দলের নির্দেশ পালন করতে হবে।

হাজী মোশারফ হোসেন বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সদস্য নবায়ন। বিএনপির প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে হবে, তাহলেই গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম সফল হবে। এই সদস্য নবায়নের মাধ্যমে যারা পরিচ্ছন্ন, যারা যোগ্য এবং যারা ভালো মানুষ, আমরা সেই লোকগুলোকে বাছাই করে নিয়ে আসতে পারবো। কারণ, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ভবিষ্যতে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই। তিনি আরও বলেন, নেতা-কর্মীদের খেয়াল রাখতে হবে, কোনো ফ্যাসিবাদ যেনো বিএনপির সদস্য হতে না পারে। অনেকে ৫ আগস্টের পর বিএনপির ট্যাগ লাগিয়ে ঘুরছে, যারা এক লাখ টাকার বিনিময়ে সদস্য হতে চাইবে।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন (মৃধা মাঝি)-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মানিক, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জয়নাল মাতাব্বর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কবির মাঝি, পৌর কৃষক দলের সভাপতি আমিন মোল্লা, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারী ইউসুফ আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাকির বন্দুকসী, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ পাটোয়ারী জুয়েল, সাবেক সভাপতি নূর মোহাম্মদ বেপারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়