মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৩:৩৭

চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা

বাজেট সুন্দর হয়েছে। বাজেটের বিষয়ে নাগরিকদের মতামত থাকলে ১৫ দিনের মধ্যে অনলাইনে-অফলাইনে গ্রহণ করে সংশোধন করা যেতে পারে। পৌরসভার ব্যয় কমাতে হবে। এতো জনবল থাকার কথা নয় : জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি ৭৯ লাখ  টাকার  বাজেট ঘোষণা

১২৮ বছরের ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ১২৬ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৮২১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (১৪ জুলাই ২০২৫) বিকেল ৪টার সময় উন্মুক্ত এ বাজেট ঘোষণা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. গোলাম জাকারিয়া। তিনি বলেন, কর বাড়ানো ছাড়াই এই বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, পৌরসভার ব্যয় কমাতে হবে। একটি পৌরসভার এতো জনবল থাকার কথা নয়। বাজেট ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই বাজেটের বিষয়ে নাগরিকদের যদি কোনো মতামত থাকে আগামী ১৫ দিনের মধ্যে অনলাইনে-অফলাইনে গ্রহণ করে সংশোধন করা যেতে পারে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম। তিনি বলেন, সুন্দর একটা বাজেট ঘোষণা করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদর রহমানসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, নাগরিক প্রতিনিধি ডা. এসএম মোস্তাফিজুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগণ।

উন্মুক্ত আলোচনায় বাজেট প্রসঙ্গে সাংবাদিক ও নাগরিকবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া। অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়াসহ পৌরসভার সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজেটে বিভিন্ন খাতে রাজস্ব আয় ৪৬ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৪২৫ টাকা এবং পানি সরবরাহ খাতে রাজস্ব আয় ১২ কোটি ২০ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা দেখানো হয়েছে। সে হিসেবে মোট রাজস্ব আয় দেখানো হয়েছে ৫৮ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৭৫ টাকা। আর উন্নয়ন খাতে ৭৮ কোটি ৪৬ লাখ ১ হাজার ৬৬৬ টাকা আয় দেখানো হয়েছে। রাজস্ব ও উন্নয়ন দুটি খাতের আয় মিলিয়ে মোট ১২৬ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৮২১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়