প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ২২:৩১
সফরমালীর অবৈধ গরুর হাট অবশেষে উচ্ছেদ করলো প্রশাসন

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নস্থ সফরমালীর গরুর হাটটি অবশেষে উচ্ছেদ করা হয়েছে। সম্পূর্ণ অবৈধভাবে চলে আসা এই হাটটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে চাঁদপুরের প্রশাসন। দুই দশকেরও বেশি সময় ধরে চলে আসছিলো অবৈধ এই গরুর হাটটি। যেটির নেই কোনো ইজারা, নেই কোনো প্রশাসনিক অনুমতি।
|আরো খবর
১৪ জুলাই ২০২৫ (সোমবার) দুপুরে প্রশাসন থেকে এই হাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। তাঁকে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া এবং সেনাবাহিনীর সদস্যরা।
প্রশাসনের নির্দেশ অমান্য করায় হাট বন্ধে নেয়া হয় এই কঠোর ব্যবস্থা।জানা যায়, সাবেক এমপি মরহুম হারুনুর রশিদের ছেলেরা নিজেদের জমিতে কোনো প্রকার ইজারা ছাড়াই বহু বছর ধরে এই হাট বসিয়ে আসছিলেন। অথচ ব্যক্তি উদ্যোগে হাট-বাজার পরিচালনা করা আইনবিরোধী কাজ। আগেও একাধিকবার প্রশাসন থেকে এই অবৈধ হাট বন্ধের উদ্যোগ নিলেও মালিকপক্ষ হাইকোর্টে রিট করে স্থিতাবস্থা করে রাখতো। এই রিটের সুযোগ নিয়ে বছরের পর বছর অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিলো এই বিশাল গরুর হাট। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। অবশেষে প্রায় দু দশক পর সেই স্থিতাবস্থা ভেঙ্গে অবৈধ এই হাটটি প্রশাসন উচ্ছেদ করলো।
অভিযানের সময় হাটে নেমেছিলো অদ্ভুত এক অস্থিরতা। বেপারীরা তড়িঘড়ি করে গরু গুটিয়ে ফিরছিলেন, হাটের চারপাশে ছড়িয়ে পড়েছিলো ধুলোর ঝড় আর কানাঘুষা--এই হাট কি আর ফিরবে?
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাটটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।