প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ২২:৪৯
মতলব উত্তরে চুরির মালামালসহ যুবক গ্রেপ্তার

মতলব উত্তর থানা পুলিশের অভিযানে চুরির ঘটনায় ব্যবহৃত ১টি ওয়েল্ডিং মেশিন, ১টি ড্রিল মেশিন ও ৩টি পানির মোটর উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত সন্দেহে জিসান আহাম্মেদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
|আরো খবর
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই ২০২৫) রাতে মতলব উত্তর থানার এএসআই মো. রবিউল হোসেন ও এএসআই সাজেদুর রহমান সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, এফআইআর নম্বর-৩৯, জি.আর. নম্বর-৪৪১/২৫, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী দায়ের করা মামলার তদন্তে পুলিশ সন্দেহভাজন হিসেবে দুর্গাপুর ইউনিয়নের মুন্সিরকান্দি গ্রামের কালাই প্রধানের ছেলে জিসান আহাম্মেদ (২৮)কে গ্রেপ্তার করে। এ প্রসঙ্গে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, আমরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও মতলব উত্তরের আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা তৎপর থাকবো।