মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৩:০৪

'জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ নির্মাণ কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
'জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ নির্মাণ কাজ উদ্বোধন

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চাঁদপুরে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে'র নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার (১৪ জুলাই, ২০২৫) সকালে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ‘শহীদ স্মৃতি স্তম্ভে'র ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, আপনারা জানেন, গত বছর জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থান হয়েছে। ৫ আগস্ট আমরা শহীদদের স্মরণে এখানে শ্রদ্ধা নিবেদন করবো। আজকের যে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে, এটা আমাদের গণতন্ত্র, সুশাসন এবং মানুষের অধিকার আদায়ের একটি প্রতীক হিসেবে থাকবে। আমরা এই গণতন্ত্রকামী মানুষের আত্মার মাগফেরাত কামনা করছি। আগামী দিনে যখনই কোনো স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে, আমাদের গণতন্ত্রকামী মানুষরা অধিকার আদায়ের জন্যে ঝাঁপিয়ে পড়বে। এই স্মৃতিস্তম্ভ হচ্ছে আমাদের প্রেরণার উৎস।

জেলা প্রশাসক আরো বলেন, আন্দোলনে চাঁদপুরের ৩১জন শহীদ এবং ২৩০জন আহত, যেটা গেজেটেড। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে মানবতার পক্ষে কাজ করতে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে।

পরে জেলা প্রশাসনের আয়োজনে সকল শহীদের আত্মার মাগফেরাত কমনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, চাঁদপুর পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম, পিপি অ্যাড. কোহিনুর রশিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ ও অন্য রাজনৈতিক দলের নেতারা।

উল্লেখ্য, দেশের ৬৪ জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ' নির্মাণ কাজ ১৪ জুলাই থেকে শুরু হয়েছে। ৪ আগস্টের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়