মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ২০:১০

রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

কমিটিকে জাতীয়তাবাদী যুবলীগ' আখ্যায়িত করে জানানো হয়েছে 'মুজিবীয় শুভেচ্ছা!'

সোহাঈদ খান জিয়া।।
রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে  তোলপাড়
টিক চিহ্নিত ফয়েজ খান সাংবাদিক শফিকুর রহমান ও উপজেলা চেয়ারম্যান খাজে আহমেদকে ফুলের শুভেচ্ছা জানান।

২৬ জুন ২০২৫ (বৃহস্পতিবার) ফরিদগঞ্জের ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষিত হয়। যা নিয়ে গত ক'দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা যুবদলের একাংশের নেতারা এই কমিটিকে ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন 'জাতীয়তাবাদী যুবলীগের' কমিটি এবং আরও বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা গেছে। ঘোষিত কমিটির অনুমোদিত কাগজ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর স্বাক্ষরে ১২ সদস্য বিশিষ্ট যুবদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়।

১২ সদস্যের কমিটিতে সভাপতি করা হয় মো. ফয়জুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক করা হয় মো. জামাল উদ্দিন বেপারীকে। ঘোষিত এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলেই শুরু হয় প্রতিবাদের ঝড়। গত ক'দিন যাবত ফরিদগঞ্জের যুবদলের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থকের আইডি থেকে এই কমিটিকে একটি টাকার কেনা কমিটি এবং আওয়ামী যুবলীগের কমিটি বলে প্রচার করা হয়। তারা বলেন, ঘোষিত কমিটির সভাপতি মো. ফয়জুল ইসলাম খান একজন আওয়ামী লীগের খাস লোক। গত ক'বছরে ফয়জুল ইসলামকে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে দেখা গেছে, যিনি বিভিন্ন নেতার সাথে আওয়ামী লীগের দলীয় কাজে সময় দিয়েছেন। এছাড়া কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বেপারী এবং সহ-সভাপতি মেহেদী হাসান রাজু নামের একজন আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাদের সাথে ব্যস্ত সময় পার করতেন। এসবের একাধিক ছবি গত ক'দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উল্লেখ্য, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হুঁশিয়ারিতে এবং কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়, আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সাথে জড়িত এবং আওয়ামী লীগের কারো সাথে জড়িত এমন কাউকে বিএনপির সাথে সম্পৃক্ত করা যাবে না, সেখানে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কমিটি গঠনে এমন হবে কেনো? এমন প্রশ্ন নিয়ে গত ক'দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে। ১৬নং ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহফুজুর রহমান নামের একজন লিখেন, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নে 'জাতীয়তাবাদী যুবলীগের' কমিটি দেয়া হয়েছে। আমার জানতে ইচ্ছে করে, এই ভুয়া কমিটি কতো টাকার বিনিময়ে দেয়া হয়েছে? আলম চৌধুরী নামের এক আইডি থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপিতে যারা এখন দায়িত্বে আছেন, তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি দিচ্ছেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে তৃণমূলের নির্যাতিত নেতা-কর্মীদের দিয়ে নতুন করে কমিটি ঘোষণা দেয়ার দাবি করেন। খোরশেদ আলম মানিক নামের একজন লেখেন, এভাবে কমিটি দিতে থাকলে একদিন বিএনপির প্রকৃত কর্মীরা হারিয়ে যাবে। আর আওয়ামী লীগের লোকেরা বিএনপির কমিটিতে পুনর্বাসিত হবে। ইমরান হোসেন ইমু নামের একজন বলেন, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নে বিএনপির লোকের অভাবের কারণেই আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি দেয়া হয়েছে। সাব্বির আহমেদ নামের একজন ফেসবুকে বিএনপির এই কমিটিকে মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ক'দিন এ রকম শত শত যুবদলের নেতা-কর্মী ও সমর্থককে ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটি নিয়ে বিভিন্ন প্রতিবাদী মন্তব্য করতে দেখা গেছে। বিষয়টি নিয়ে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন বলেন, জামালকে নিয়ে বিতর্ক নেই। জামাল বিএনপির সক্রিয় কর্মী। ফয়েজদের বাড়ির সামনের বিদ্যালয়ের দাতা সদস্য থাকাকালীন সাংবাদিক শফিকুর রহমান বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের পক্ষে ফয়েজ সাংবাদিক শফিকুর রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। প্রকৃত পক্ষে সে বিএনপির লোক। বড়ো দলে গ্রুপিং থাকবে। ফরিদগঞ্জে ৭০% লোক বিএনপির। ৩টি গ্রুপে ফরিদগঞ্জের বিএনপি বিভক্ত। যাদেরকে কমিটিতে নেয়া নিয়ে ফেসবুকে লেখালেখি হচ্ছে, তারা প্রকৃত বিএনপির লোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়