প্রকাশ : ২২ মে ২০২৫, ২০:৪৮
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা শাখার কমিটি পুনর্গঠন
মানুষের ঘরে ঘরে খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে দিতে হবে : মাওলানা লিয়াকত হোসাইন

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা শাখা পুনর্গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে ২০২৫ (বৃহস্পতিবার) বিকেলে চাঁদপুর শহরের ষোলঘর মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অধিবেশনে উপস্থিত সকলের মতামত, প্রস্তাবনা এবং সম্মতিক্রমে মাওলানা মোশারফ হোসেনকে চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি এবং হাফেজ আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত করা হয়।
|আরো খবর
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলম এবং মাওলানা হোসাইন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লিয়াকত হোসাইন বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। আমাদের দলের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারাদেশে এক গণজাগরণ তৈরি হয়েছে। ছাত্র-জনতার এই জাগরণকে আমাদের কাজে লাগাতে হবে। প্রতিটা মানুষের ঘরে ঘরে খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। রাষ্ট্র এবং জনগণের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কারণ, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এ দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। গত ১৬ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণকে তার ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি এবং সরকার নির্বাচিত করার সুযোগ দিতে হবে। মায়ানমারকে করিডোর দেয়ার বিষয় নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা চাউর হচ্ছে। আমরা চাই, বর্তমান সরকার রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত থেকে বিরত থাকবে। সেই সঙ্গে বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল এবং সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে।
তিনি আরো বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ এদেশের আলেম-ওলামার ওপর জুলুম, নির্যাতন করেছে। তারা সব সময় আলেম ওলামা বিদ্বেষী ছিলো। ফলে আজকে তাদের করুণ পরিণতি বরণ করতে হয়েছে। তাদের দলীয় প্রধানসহ শীর্ষ নেতাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সম্প্রতি বিএনপি চেয়ারপার্সনের একজন উপদেষ্টা আলেম-ওলামা এবং ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। আমরা এতে তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি। আমরা আশা করবো, বিএনপি এ পথ পরিহার করবে। নতুন বাংলাদেশে স্বৈরাচার-ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আহসান হাবীব, মাওলানা শাকিবুল ইসলাম, মাওলানা লোকমান হোসেন , মাওলানা লিয়াকত আলী, মাওলানা শাহাদাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু হোরায়রা, মাওলানা শামীম, মাওলানা নোমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু ইউসুফ হামিদী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোবারক, মুহাম্মদ মামুন পাটোয়ারী, মাওলানা নাসির, বাইতুল মাল সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাসিরুল হক, সহ-প্রশিক্ষণ সম্পাদক সোহেল পাটোয়ারী, অফিস সম্পাদক হাফেজ মোঃ নজরুল ইসলাম, সহ-অফিস সম্পাদক হাফেজ সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ-প্রচার প্রকাশনা সম্পাদক মো. আবেদ রাব্বি, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নেছার আহমেদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মনসুর, সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন, মোহাম্মদ সেলিম খান, আব্দুর রাজ্জাক, মাওলানা সোলায়মান, রিয়াদ হোসেন হাওলাদার, আলমগীর গাজী ও মো. সাইফুল ইসলাম।
নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান অধিবেশনের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।