প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২:৪১
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি
ঢাকার ছাত্রসমাবেশে যোগ দিয়েছে চাঁদপুর জেলা ছাত্রদল

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুরে অনুষ্ঠিত হচ্ছে। এদিন দুপুরে রাজধানীর শাহবাগে এই কর্মসূচিতে চাঁদপুর জেলা ছাত্রদল এতে অংশ নিয়েছে।
|আরো খবর
এদিন সকালে চাঁদপুর ঘাট থেকে এমভি ঈগণ-৪ লঞ্চযোগে চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিটি সাংগঠনিক ইউনিটের
শত শত নেতাকর্মী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের নির্দেশনায় ছাত্র সমাবেশ সফল করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।চাঁদপুর ঘাটে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকা যাবার বিষয়ে খোঁজখবর নিতে সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচি ছাত্রসমাবেশে যোগদিতে চাঁদপুর জেলা ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী ঢাকা সদর ঘাট থেকে মিছিল করে রাজধানীর শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়।